ফ্যাব ইন্ডিয়ার দীপাবলি সম্ভার জশন -এ -রিয়াজ , হিন্দু উৎসবের বিজ্ঞাপনে উর্দু শব্দ কেন,ভাজপার হেট ক্যাম্পেইন শুরু

0

Last Updated on October 19, 2021 11:29 PM by Khabar365Din

৩৬৫ দিন। বিজ্ঞাপনের ক্যাচ লাইন কী হবে তাতেও এবার হস্তক্ষেপ ভাজপা আরএসএস এর কেন দীপাবলির বিজ্ঞাপনে উর্দু কথা ব্যবহার করা হবে তা নিয়ে রীতিমতো হুমকির মুখে পড়তে হলো ফ‍্যাব ইন্ডিয়াকে। ভাজপা আরএসএস – এর চাপে দিওয়ালি কালেকসনের নাম বদল করতে বাধ‍্য হল ফ‍্যাব ইন্ডিয়া‌। অনেকে বলছেন ভারতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে এ দেশ ছাড়তে বাধ্য হতে না হয়! বিজ্ঞাপনের ভাষাতেও যদি নজরদারি শুরু হয় তাহলে তো ভারি মুশকিল। কোন অশালীন ভাষা ব্যবহার করে না হয় তাতে আপত্তি থাকার বিষয়টি বোঝা যায় কিন্তু শুধুমাত্র উর্দু ব্যবহারের জন্য যদি কোন সংস্থাকে বা কোন বিপণীকে যদি হুমকির মুখে পড়তে হয় তবে তা অত্যন্ত অনুব্রত এবং নিম্ন রুচির পরিচয়। এ বছর দিওয়ালি কালেকসনের নাম ‘ জসন – ই – রিওয়াজ ‘ রেখেছিল ফ‍্যাব ইন্ডিয়া। বিষয়টি প্রকাশ‍্যে আসতেই রে রে করে ময়দানে নেমে পড়ে ভাজপা আরএসএস।

কেন হিন্দু পুজোর অনুষ্ঠানের বিজ্ঞাপনে উর্দু ভাষা ব‍্যবহার করা হবে এই হেউত তুলে ফ‍্যাব ইন্ডিয়া বয়কটের জন‍্য শুরু হয় ক‍্যাম্পেন। ভাজপার যুব মোর্চার প্রেসিডেন্ট তেজস্বী সূর্য, ভাজপা নেতা কপিল মিশ্ররা টুইট করে রীতিমতো হুমকি দিতে শুরু করেন ফ‍্যাব ইন্ডিয়াকে। তেজস্বীর টুইট, হিন্দু ধর্ম এবং পুজোকে কলঙ্কিত করতে চক্রান্ত হচ্ছে। হিন্দু পুজোর জন‍্য বিজ্ঞাপনে কেন উর্দু নাম ব্যবহার করা হবে! সময় এসেছে ফ‍্যাব ইন্ডিয়াকে বয়কট করার। কপিল মিশ্রার টুইট, ফ‍্যাব ইন্ডিয়াকে বয়কট করুন। ওদের থেকে কিছু কিনবেন না। ওদের টাকা দেওয়া আমাদের মানায় না। প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত দিওয়ালি কালেকসনের নাম বদল করতে বাধ‍্য হয় ফ‍্যাব ইন্ডিয়া‌। ‘ জসন – ই – রিওয়াজ ‘ বদলে হয় ‘ ঝিলমিল সি দিওয়ালি’। ফ‍্যাব ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, দিওয়ালি কালেকশনের নাম ‘জসন – ই – রিওয়াজ’ রাখা হয়নি। এটি সাধারণভাবে সমস্ত ভারতীয় উৎসবকে নির্দেশ করে সাধারণভাবে একটি নাম দেওয়া হয়েছিল। এর সঙ্গে দিপাবলীর কোনো সম্পর্ক নেই। দিপাবলী কালেকশন এর নাম
‘ঝিলমিল সি দিওয়ালি’,যা এখনও বিজ্ঞাপনে আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here