Last Updated on February 3, 2022 9:38 PM by Khabar365Din
ইজরায়েলের এনএসও গ্রুপ থেকে ভারতের পেগাসাস কেনার তথ্য নিউইয়র্ক টাইমসে (New York Times) প্রকাশিত হয়েছে কয়েকদিন আগেই। এবার নতুন আর একটি তথ্য পেগাসাস (Pegasus) কিনেছে মার্কিন যুক্তরাষ্ট্রও (United States)। বিবৃতি দিয়ে জানাল এফবিআই (FBI)। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এক বিবৃতিতে জানায়, শুধুমাত্র পরীক্ষা করে দেখার জন্যই কেনা হয়েছিল এই স্পাইওয়্যার (spyware) টুল পেগাসাস। তবে কোন আড়ি পাতার উদ্দেশ্য নিয়ে তা কেনা হয়নি।এফবিআইয়ের এই স্বীকারোক্তির পর শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কেন জনগণের করের টাকায় ইউএস আইন প্রয়োগকারী সংস্থাকে এমন একটি নজরদারি সরঞ্জাম কিনতে হবে। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ( University of Toronto) সিটিজেন ল্যাবের ডিরেক্টর রন ডেইবার্ট (Ron Deibert) এফবিআইয়ের সমালোচনা করে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জনগণের টাকা দিয়ে শুধুমাত্র পরীক্ষার জন্য এমন একটি যন্ত্র কিনতে হল- এই যুক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর এই যন্ত্র এমন একটি দেশের তৈরি যে দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ নানাবিধ অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। আমেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ইজরায়েল (Israel)একটি ভয়ঙ্কর দেশ। মার্কিন গোয়েন্দা সংস্থার এই ভূমিকা কোনোভাবেই সমর্থন করা যাচ্ছে না বলেও জানান তিনি।
তবে কবে কেনা হয়েছিল পেগাসাস আর কত টাকার বিনিময়ে, সে বিষয়ে এফবিআইয়ের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, পেগাসাস কেনা হয়েছিল এক বছরের চুক্তির ভিত্তিতে। আর এই চুক্তির বিনিময়ে ইজরায়েলের ওই সংস্থাকে দেওয়া হয়েছিল পাঁচ মিলিয়ন মার্কিন ডলার।একই প্রতিবেদন প্রকাশ করে দ্য গার্ডিয়ান (The Guardian)। তবে তাদের প্রতিবেদন অনুসারে চুক্তির বিনিময়মূল্য চার মিলিয়ন মার্কিন ডলার। এদিকে পেগাসাস কেনা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে ছিল ভারতের প্রধানমন্ত্রী (Prime Minister Of India) নরেন্দ মোদির (Narendra Modi) নামও। প্রতিবেদনটি প্রকাশের পর ভারতের বিরোধী নেতারা একসাথে মুখ খুলে সরকারকে কোণঠাঁসা করার চেষ্টা করলেও মুখ খোলেন নি কেন্দ্রীয় সরকারের সিনিয়র নেতামন্ত্রীরাসহ বিজেপির শীর্ষ নেতারা। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরচলাকালীন ইজরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের একটি চুক্তি সই করেছিল ভারত। সেই চুক্তির অন্যতম ছিল পেগাসাস। যদিও এখনও পর্যন্ত পেগাসাস কেনা নিয়ে ভারত বা ইজরায়েল কোনও দেশের সরকারই মুখ খোলেনি।