Last Updated on November 10, 2023 6:42 PM by Khabar365Din
৩৬৫দিন। সুপ্রিম কোর্ট কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের কেয়ারটেকার উপাচার্যদের কোনও বৈঠক ডাকা, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নেই। যতদিন পর্যন্ত স্থায়ী উপাচার্য নিয়োগ করা হচ্ছে, ততদিন শুধুমাত্র কেয়ারটেকার উপাচার্য হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলাবেন। বিশ্বভারতী থেকে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পর ভারপ্রাপ্ত উপাচার্য পদে সঞ্জয় কুমার মল্লিককে নিয়োগ করা হয়েছে। তিনিও বিশ্বভারতীর কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। এমনকি বৈঠকও ডাকতে পারবে না। কোর্টের নির্দেশ মেনে শুধু মাত্র কেয়ারটেকার উপাচার্যের ভূমিকা পালন করতে হবে।সঞ্জয় কুমার মল্লিক বৃহস্পতিবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য পদের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, শিক্ষা দপ্তর থেকে যেমন কেন্দ্রীয় যেমন নির্দেশিকা আসবে তিনি তেমন দায়িত্ব পালন করবেন। অস্থায়ী উপাচার্যের কার্যক্ষমতা কতটা? তা ইতিমধ্যেই কেন্দ্রের কাছে জানতে চেয়েছি। আমি যতদূর জানি অস্থায়ী উপাচার্যের সব ক্ষমতা থাকেনা। আমি অস্থায়ী উপাচার্য হিসেবে প্রধান কাজ হল আগামী দিনে যাতে তাড়াতাড়ি স্থায়ী উপাচার্য বিশ্বভারতীর দায়িত্ব নিতে পারেন।
এদিকে,আইনি নোটিস পাঠানো হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। ইতিমধ্যে শান্তিনিকেতন থানা থেকে ছটি মামলায় বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজো মিটলেই বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হবে। বিদ্যুতের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় যে গুরুত্বপূর্ণ ছটি মামলা রয়েছে তার প্রত্যেকটি মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে আলাদা আলাদা করে নোটিশ করা হয়েছে। আগামী ১৪ তারিখ বিদ্যুৎ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় এসে হাজিরা দিতে বলা হয়েছে। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য পদে থাকাকালীন একের পর এক কুৎসিত ভাষায় আক্রমণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর লেখনী সত্তা কে হেয় করে মানহানি করা হয়েছে এমনই দাবি তুলে শান্তিনিকেতন থানায় অভিযোগ জানিয়েছেন বীরভূম জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। পুলিশ হচ্ছে আরো জানা যাচ্ছে শেষ যেবার পৌষ মেলা হয়েছিল সেবার তার বিরুদ্ধে একটি শ্লীলতাহিনীর মামলা হয়েছিল শান্তিনিকেতন থানায়। সেই মামলার জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যুৎ চক্রবর্তী কে শান্তিনিকেতন থানায় হাজিরা দেওয়া নির্দেশ দেয়া হয়েছে।
আগামী পৌষে আবার শান্তিনিকেতন পৌষ মেলা হবে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হয় ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে। তিনি পরিষ্কার করে বলতে নারাজ পৌষ মেলা হবে কিনা। তবে তিনি কলাভবনের শিক্ষক, সেই কারণে তিনি মানুষের মধ্যে সমস্ত শিক্ষা এবং আনন্দের আলো বিলিয়ে দিতেই পছন্দ করেন। বিদ্যুৎ চক্রবর্তীর বিতর্কিত বক্তব্য, বিতর্কিত সিদ্ধান্ত, এসব নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে জানতে চাইলে সযত্নে বিষয়গুলো এড়িয়ে গিয়ে বলেন , অতীত সর্বক্ষণ সঙ্গী হতে পারে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ আমাদেরকে শেখায় বুকে সাহস নিয়ে এগিয়ে চলার। আমরা সেই ভাবেই চলতে চাই।