বিষধর বিশাল আকৃতির এক গোখরো সাপ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য

0

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম

সোমবার বিকেলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের রামচন্দ্রপুর এলাকায় বিক্রম মাইতি নামে এক গৃহস্থের বাড়ির উঠানে দেখা যায় বিশাল অকৃতির এক গোখরো সাপ।যার ফলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

গৃহস্থের বাড়ির লোকজন সাপটিকে না মেরে খবর দেয় স্থানীয় সর্পপ্রেমী রাহুল দন্ডপাটকে।ঘটনাস্থলে গিয়ে সর্পপ্রেমী রাহুল দন্ডপাট সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে স্থানীয় গভীর জঙ্গলে ছেড়ে দেয়।সর্পপ্রেমী রাহুল দণ্ডপাটের এহেন উদ্যোগে খুশি ওই এলাকার সর্বস্তরের মানুষজন।

যেভাবে জনবহুল এলাকার মধ্যে বাড়ির উঠোনে বিশালাকৃতির গোখরো সাপটি ফণা তুলে উঠেছিল তা দেখে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে বৃষ্টির জন্য মাঠ থেকে ওই সাপটি লোকালয়ে চলে এসে ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here