Last Updated on September 27, 2021 11:51 PM by Khabar365Din
৩৬৫ দিন। গুলাবে’র বিপদ কাটলেও আরও একবার দুর্যোগের মেঘ শহরের আকাশে।আশ্বিনে একেবারে ঘ্যানঘ্যানে বর্ষার পরিস্থিতি তৈরি হতে পারে আবারও। সৌজন্যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত। সময়ের সঙ্গে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। শুধু তাই নয়, অগ্রসর হবে সোজা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। ইতিমধ্যেই রাজ্যের উপকূলের জেলার জন্যে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, সোমবার বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে একটি ঘূর্ণাবর্ত। যেটি অবস্থান করছে পূর্ব মধ্য এবং সন্নিহিত উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। ক্রমশ শক্তি বাড়িয়ে এটি পৌঁছবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। আর এর জেরে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’ দফতরের তথ্য অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই তিন জেলায় জারি কমলা সতর্কতা।
এছাড়া, ভারী বৃষ্টির হাত থেকে রেহাই নেই শহরবাসীর। এদিন, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা জেলায়। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা, সর্বোচ্চ ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলের জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টায়। ২৯ তারিখ অর্থাৎ বুধবার, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া জেলায়। এই সব জেলায় জারি হলুদ সতর্কতা। অন্যদিকে, ইতিমধ্যেই শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত হয়েছে গুলাব। উল্লেখ্য, গুলাবের পরোক্ষ প্রভাব রাজ্যে পড়বে না বলে আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। সেই মতই বিভিন্ন জেলার প্রাপ্তি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে, গুলাবের বিপদ কেটে গেলেও আরও এক বিপদ চুপিসারে শক্তি বাড়াচ্ছে সাগরে। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই সাময়িক ব্যবধানে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। দিন কয়েক আগেই ১৪ বছর পর অতি ভারী বৃষ্টিতে রেকর্ড করেছে কলকাতা।