শুভেন্দুর আবেদন খারিজ, পঞ্চায়েত ভোটে থাকবে না কোনও কেন্দ্রীয় বাহিনী

0

Last Updated on March 28, 2023 6:50 PM by Khabar365Din

৩৬৫ দিন। বাংলার পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কোনোভাবে হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন সম্পন্ন করতে চাইবে তারা তা করতে পারে। আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে ভাজপার ভরাডুবির পরে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ভোট পিছনোর ছক কষেছিল বাংলার ভাজপা নেতৃত্ব। তার জন্যে কখনো ওবিসি সংরক্ষণ, আবার কখনো বা ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে বাংলায় পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে ছুটে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দায়ের করা মামলার প্রেক্ষিতে পরপর কয়েক দফায় বাংলার পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী নির্ঘণ্টো ঘোষণার ওপরে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশ জারি করা হলেও আজ তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এমনকি আদালত এটাও জানিয়ে দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আনা হবে না আনা হবে না সেখানেও আদালত এখনই কোনও হস্তক্ষেপ করতে রাজী হয়নি। বরঞ্চ তার জন্য শুভেন্দু অধিকারীকে আলাদা করে নতুন ভাবে মামলা দায়ের করার কথা বলেছে।

ওবিসিদের গণনার সিদ্ধান্ত নিয়েই কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলা শুরুর সময় প্রধান বিচারপতি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন, আদালতের নির্দেশ ছাড়া রাজ্য নির্বাচন কমিশন এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেবে না বলেই প্রত্যাশা করে আদালত। মূলত সেই অন্তরবর্তী স্থগিতাদেশের কারণেই এতদিন পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা আটকে ছিল। শুভেন্দুর অভিযোগ ছিল, ২০১১ সালে তফশিলী জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণির গণনা হয়নি। বাড়ি বাড়ি গিয়ে গণনা করা হয়েছে বলে হাইকোর্টে পালটা জবাব দিয়েছিল কমিশন। শুভেন্দু সেটারও চ্যালেঞ্জ করে।

কি জানালো হাইকোর্ট

আজ শুভেন্দুর সেই জনস্বার্থ মামলাটিই ওঠে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। তখন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, নির্বাচন সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্ট কোনও হস্তক্ষেপ আপাতত করবে না। সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন। শুভেন্দুর দায়ের করা কোন অভিযোগের ভিত্তি খুঁজে না পেয়ে কলকাতা হাইকোর্ট আজ শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ করে দেওয়ার পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ আস্থা প্রকাশ করে জানিয়ে দিয়েছে রাজ্যে পঞ্চায়েত ভোট কবে হবে সেটা রাজ্য নির্বাচন কমিশনই ঠিক করবে। সেখানে হস্তক্ষেপের প্রয়োজন নেই।

আর আদালতের এই ঘোষণার দরুন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যে আইনি জট তৈরি হয়েছিল তা কার্যত কেটে গেল। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আইনি জট কেটে যাওয়ায় এপ্রিম মাসের প্রথম দিকেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন। যদিও কলকাতা হাইকোর্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ আস্থা প্রকাশ করার পরেও পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিতে আবার নতুন করে মামলা দায়ের করার প্রস্তুতি শুরু করেছেন শুভেন্দু অধিকারী।