Last Updated on November 29, 2021 1:12 PM by Khabar365Din
৩৬৫ দিন। কলা বাগানের মধ্যে মানুষের মাথার খুলি। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার কৃষ্ণপুর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার বিকেলে কৃষ্ণপুর গ্রামে একটি কলাবাগানে কাঠ কুড়াতে আসা এক মহিলা প্রথমে ওই মরার খুলিটিকে দেখতে পান। গ্রামবাসীদের খবর দেওয়া হলে একে একে ওই কলাবাগানে এসে ভিড় জমান। আজ সকাল থেকে ওই এলাকায় প্রচুর মানুষ মরার খুলি দেখার জন্য ভিড় জমাতে থাকেন।
এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিভাবে মানুষের এই খুলিটি ওই কলা বাগানের মধ্যে এল তা নিয়েও জল্পনা সৃষ্টি হয়েছে। ধানতলা থানায় খবর দেওয়া হয়। সোমবার ধানতালার থানার পুলিশ খুলিটি উদ্ধার করে ।পুলিশ তদন্তে নেমেছে।