Last Updated on February 23, 2023 1:49 AM by Khabar365Din
বিজেপি ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়েছে
৩৬৫ দিন। মেঘালয়। কংগ্রেসের ভোট চাওয়ার নৈতিক অধিকার কোথায়? ওরা তো লড়াইটাই করতে পারে না। আর বিজেপিদের বলি, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, গড়তে পারলে গড়ো। নাহলে দড়ি, কলসি আছে। সামনে জল আছে। ডুব, ডুব করে ডুব দিয়ে যাও। আর এখান থেকে মানে মানে সরে যাও। এটুকু আমরা বলতে চাই। মেঘালয় বিধানসভা নির্বাচনের আগে শেষ দফার নির্বাচনী প্রচারে আজ এভাবেই ভাজপার পাশাপাশি কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মমতা।
আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলতে আজ মেঘালয়ের আদিবাসী এবং সংখ্যালঘু অধ্যুষিত তুরার অন্তর্ভুক্ত রাজাবালা এলাকায় জনসভা করেন মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাজপাকে আক্রমণের পাশাপাশি আজ মমতা এবং অভিষেকের আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল কংগ্রেস।
কংগ্রেসকে আক্রমণ মমতার
গত কয়েক বছরে দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও সেখানে কংগ্রেসের বিধায়কদের দলে টেনে নিয়ে যেভাবে ভাজপা সরকার গঠন করেছে সেই প্রসঙ্গ তুলে ধরে ভাজপা বিরোধীতায় কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা শূন্যে পৌঁছেছে বলে অভিযোগ করে নিজের প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন, আমি কংগ্রেসে ছিলাম। কিন্তু তাঁরা আমাদের দল থেকে বের করে দিয়েছে। কারণ আমরা বিজেপিকে আটকানোর জন্য লড়াই করছি। আজও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে লড়াই করছি। আজও বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। রোজ বিজেপি ইডি-সিবিআই দিয়ে আমাদের কড়া নাড়ছে। বিজেপি মনে করে সবাই ওদের মতো দুর্নীতিগ্রস্ত। তবু তৃণমূল লড়ছে।
প্রসঙ্গত মেঘালয়ের যে তুরা বিধানসভার এলাকায় আজ মমতা নির্বাচনী জনসভা করেন, সেখানকার বর্তমান বিধায়ক তথা মেঘালয়ের শাসক দল এনপিপির নেতা মুখ্যমন্ত্রী কনরাড সাংমা-র বাবা প্রয়াত পি এ সাংমা মমতার সঙ্গে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূলের প্রতিষ্ঠালগ্নে সঙ্গে ছিলেন এবং এখান থেকেই তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
আজ মেঘালয়ের নির্বাচনী জনসভা থেকে ভাজপা এবং কংগ্রেসকে কার্যত একাসনে বসিয়ে মমতা বলেন, মেঘালয়কে দিল্লি থেকে যেমন বিজেপি নিয়ন্ত্রণ করতে পারবে না, তেমনি কংগ্রেসও নিয়ন্ত্রণ করতে পারবে না।
ভাজপাকে রাজনৈতিক দাওয়াই
আগামী লোকসভা নির্বাচনের আগে দেশের মানুষকে ভাজপার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মমতা বলেন, মেঘালয়ে তৃণমূলকে জিতিয়ে দিন। আগামীদিনে তৃণমূল দিল্লি থেকে বিজেপিকে হটাবে। এই শপথের সূচনা আপনারা মেঘালয় থেকে করুন। যখন মানুষের রোগ হয় তখন তাঁদের আসল ওষুধের প্রয়োজন হয়। আর এই আসল ওষুধ হল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার। তৃণমূলকে ভোট দিন। আর আমরা বিজেপিকে রাজনৈতিক দাওয়াই দেব গোটা দেশ থেকে ধুয়ে মুছে যাওয়ার জন্য।
এলআইসি কবে উঠে যাবে কেউ জানে না। উজালা কোথায়? গৃহস্থালির গ্যাসের জন্য আপনাকে কত টাকা দিতে হয়? পেট্রল ডিজেলের দাম বেড়েছে। সবকিছুর দাম বেড়েছে। আর এদিকে হিংসা চলছে। আপনারা আমাদের ভোট দিন। আমরা বিজেপিকে এমন পলিটিক্যাল মেডিসিন দেব দেশ থেকে ধুয়ে যাবে।
উত্তর-পূর্বের সব রাজ্যে যাবে তৃণমূল
শুধুমাত্র ত্রিপুরা এবং মেঘালয় নয়, উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্যে আগামী দিনে তৃণমূল লড়াই করবে বলেও আজকের জনসভা থেকে ঘোষণা করেন মমতা। বাংলার সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে মমতা বলেন, বাংলায় আমরা শান্তিপূর্ণভাবে থাকি। আসতে আসতে উত্তর-পূর্ব অঞ্চলের সব জায়গাতেই আমরা যাব। আমরা নর্থ ইস্টার্ন ফ্রেন্ডশিপ গড়তে চাই। কলকাতা, শিলিগুড়ি আপনাদের গেটওয়ে। মনে রাখবেন বাংলাদেশ, ভুটান, নেপাল সীমান্ত – সমস্ত দিক দিয়ে বাংলা আপনাদের গেটওয়ে। যখন কোনও অসুবিধায় পড়বেন, মনে রাখবেন আপনাদের পাশেই কোচবিহার রয়েছে। যদি আপনাদের বিশ্বাস ভরসা থাকে তাহলে মনে রাখবেন সব দল একবার, তৃণমূল বারবার।
টাকা ছড়িয়ে ভোট কিনতে পারে ভাজপা
আগামী সোমবার মেঘালয় বিধানসভার ভোটগ্রহণ এর আগে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ভাজ টাকা ছড়িয়ে ভোট কিনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, এই ক’দিনে টাকা পয়সা দিয়ে ভোট কিনে নিতে পারে। আবার ইডি, সিবিআই দিয়ে কেড়েও নিতে পারে।
টাকা দিলে খেয়ে নেবেন। ভোটটা তৃণমূলকে দেবেন। আমার বিশ্বাস এবারে আপনারা আমাদের ভোট দেবেন। বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন। নিজের ভোট ভাগ করবেন না। আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসব। বিজেপি রোজ ইডি, সিবিআই নিয়ে দরজায় আসে। ওরা ভাবে সবাই দূর্নীতিগ্রস্ত। ওরা সবাই চাপিয়ে দেয়, জোর করে। সিএএ, এনআরসি চাপানোর চেষ্টা করে। কে-কি খাবে, সেটাও ওরা ঠিক করে দেয়। ত্রিপুরায় কি করেছে দেখেছেন? সবাই একজোট হয়ে কাজ করুন। এখানের সকলে এক সঙ্গে কাজ করুন। আমি চাই মা-বোনেরা এখানে এগিয়ে আসুন। মেঘালয়ে তৃণমূল কংগ্রেস জিতলে, আমাদের রাজ্য থেকে টিম এসে, বাংলার প্রকল্প চালুতে সাহায্য করব।