বিরোধিতা করলেই ইডির ডাক, এবার ডাক পড়ল কে সি আর কন্যা কবিতার

0

Last Updated on March 8, 2023 6:51 PM by Khabar365Din

৩৬৫ দিন। মহিলা সংরক্ষন বিল নিয়ে গড়িমসি করছে মোদি সরকার, দ্রুত বিল সংসদে পেশ করার দাবিতে ১০ মার্চ দিল্লির যন্তরমন্তরে ধর্নার ডাক দিয়েছিলেন তেলেঙ্গানার মুখ‍্যমন্ত্রী কেসিআর কন‍্যা কে কবিতা। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে আন্তর্জাতিক নারী দিবসের দিন ইডি’র সমন পৌঁছে গেল কবিতার কাছে। কাল অর্থ‍্যাৎ ৯ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। অনেকে বলছেন, নারীর অধিকার রক্ষার জন‍্য কবিতা আন্দোলনের ডাক দিয়েছিলেন, তাই তাকে থামাতে ইডি লেলিয়া দেওয়া হল, নারী দিবসের দিনেই সমন পাঠাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এর থেকেই বোঝা যায় ভাজপা নারীদের ঠিক কোন চোখে দেখে।

ইডি’র তলব প্রসঙ্গে বুধবার টুইট করে মোদি স‍রকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কবিতা লেখেন, নারীদের সম্মান এবং অধিকার রক্ষায় মহিলা সংরক্ষন বিল অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন্দ্র এই বিল দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছে। এর প্রতিবাদে সারা দেশের বিভিন্ন মহিলা সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলের তরফে যৌথ ভাবে দিল্লির যন্তরমন্তরে ধর্নার ডাক দেওয়া হয়েছে ১০ মার্চ। এই কর্মসূচি ভেস্তে দেওয়ার জন‍্য আমাকে ইডি তলব করেছে। যখনই ভাজপা বা মোদি সরকারের বিরুদ্ধে কোনও প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয় তখনই কেন্দ্রীয় এজেন্সি তৎপর হয়ে ওঠে। এর সঙ্গে আমরা পরিচিত। ভাজপাকে চ‍্যালেঞ্জ ছুড়ে কবিতা বলেন, আমরা সত‍্যের পথে চলেছি। দেশের মানুষের স্বার্থে, মহিলাদের স্বার্থে লড়াই করছি। কোনও চাপের কাছে নতিস্বীকার করব না। আগামীকাল ইডি দফতরে তিনি হাজিরা দেবেন কি না সে প্রসঙ্গে কবিতা জানান, নাগরিক হিসাবে আইন মেনে চলি, ইডি’র তদন্তে সহযোগীতা করব। কিন্তু ইতিমধ‍্যেই বেশ কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, তাই আইনি পরামর্শ নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here