Last Updated on November 5, 2023 5:39 PM by Khabar365Din
৩৬৫ দিন।শহরজুড়ে ক্রিকেট বিশ্বকাপের জ্বর।একেই বলে ব্যাট-বলের ক্রেজ।ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের জন্য পাঁচতারা হোটেলগুলির কপাল চকচক করছে।দাম শুনলে চোখ কপালে উঠবে।৫ হাজার -৬ হাজার নয় এক লাফে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেড়েছে।এই তালিকায় এগিয়ে রয়েছে গ্র্যান্ড, আইটিসি রয়েল বেঙ্গল,এইচএইচআই,জে ডাব্লু ম্যারিউট।এছাড়াও অন্যান্য পাঁচতাঁরা হোটেল সমস্ত ফুল।এক রাজ্য থেকে অন্য রাজ্যে এসে শুধু ম্যাচ দেখতেই ছুটে এসেছে হাজার হাজার লোক।দিল্লি থেকে শুরু করে মুম্বাই-পুনে-ব্যাঙ্গালোর।শুধু তাই নয় বিদেশ থেকেও এসেছে বহু দক্ষিণ আফ্রিকার ফ্যানেরাও।সব মিলিয়ে পাঁচতারা হোটেলের মহালক্ষী লাভ।
শনিবার খোঁজ নিয়ে জানা গেল,
১.গ্র্যান্ড এর একদিনের ভাড়া ৪৪০০০ হাজার টাকা।শুধুমাত্র ৫ থেকে ৬ নভেম্বর।এমনি সময় এই ভাড়াই থাকে ১১ হাজার(জিএসটি সহ)।ফলে দাম বেড়েছে ৩ ডবল।
২.আইটিসি রয়েল বেঙ্গলের একদিনের ভাড়া ৪৯০০০ হাজার টাকা(৫-৬ নভেম্বর)।যা এমনি সময় থাকে ১২ হাজার ৬২০ টাকা।
৩.জে ডাব্লু ম্যারিয়েট এর একদিনের ভাড়া(৫-৬ নভেম্বর) ৪৩ হাজার ৭০ টাকা।যা এমনি সময় থাকে ১১ হাজার ৫৫২ টাকা।
৪.হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল এর একদিনের ভাড়া ২১ হাজার ৫৭০ টাকা।যা এমনি সময় থাকে ৮ হাজার ৮২১ টাকা।
তাছাড়াও তাজ,নোভোটেল,হায়াত, দ্যা পার্ক,ললিত গ্রেট ইস্টার্ন সব হোটেলেই ভর্তি।শুধুমাত্র ৫ এবং ৬ নভেম্বর এর জন্যই এই অবস্থা।তারপরের দিনগুলি আবার ফাঁকা রয়েছে।ফলে দামের বিশ্লেষণ দেখে বোঝাই যাচ্ছে,ম্যাচের জ্বর কাকে বলে।জানা গিয়েছে,খেলা দেখতে বাড়ি ফিরছে প্রবাসীরা।১ দিনের জন্যই আসছে।তবে কলকাতার বাড়ির পাট চুকে যাওয়াতে হোটেলেই ভরসা।এমনই এক প্রবাসী পেশায় ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হলে জানান,গত ৭ বছর ধরে কলকাতায় নেই।তবে আমি ক্রিকেটের এক নিষ্ট ভক্ত।টার্গেট ছিল এই খেলা দেখতে অন্তত এখানে আসবই।পুরোনো বন্ধুদের সঙ্গে নিয়ে খেলা দেখব।রথ দেখা-কলা বেচা দুটোই হবে।