Last Updated on October 29, 2023 11:24 PM by Khabar365Din
ভারত ২২৯/ ৯
রোহিত ৮৭,সূর্য ৪৯
উইলি ৩/ ৪৬
ইংল্যান্ড ১২৯
লিভিংস্টোন ২৭
৩৬৫ দিন। লখনৌ। বিশ্বকাপে ছয়ে ৬ করে দিল টিম ইন্ডিয়া। মাত্র ২২৯ রান করেও, ১২৯ রানেই গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নস্তানাবুদ করে দিল টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপ। ১০০ রানে জয় পেল ভারত।
লখনৌয়ের নবাবী আমেজে এত সহজে ভারতের জয় হবে,কেউ ভাবতেই পারেনি। কমেন্ট্রি বক্সে অনেক ক্রিকেট বোদ্ধাই ৫০ ওভারে ভারতের তোলা ২২৯ রানের ইনিংসটা দেখে বলছিলেন,গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে এটা কামব্যাক করার বড় সুযোগ। বিশ্বকাপের অন্যতম লো স্কোরিং ম্যাচ নাকি হাসতে হাসতে জিততে চলেছে ব্রিটিশরা। বলে না,পুরনো চাল ভাতে বাড়ে। অভিজ্ঞ গাভাস্কার বললেন, ম্যাচ মোটেও সহজ হবে না। যদি ব্রিটিশদের টপ অর্ডার উইকেট না খুইয়ে বুমরহ, সিরাজ, সামিকে রুখে দেয়, তাহলেও খেলা যত গড়াবে, পিচ স্লো হতে থাকবে। ভারতের দুই স্পিনার কিন্তু ভয়ংকর হয়ে উঠতে পারে। চিরকালের মত অভিজ্ঞতার জয় হল। সখের ধারাভাষ্যকাররা যে গাভাস্কারের থেকে ক্রিকেটটা কম বোঝে সেটা নিয়ে কোনও সন্দেহ ছিল না,অপেক্ষা ছিল শুধু সময়ের। তাইই হল।
প্রথম ১৩ ওভারে বুমরাহ, সামি আর সিরাজকে সামলাতেই ধ্বসে গেল ব্রিটিশ টপ অর্ডার। বেয়ারস্ট্রো আর মিলান ফিরলেন যথাক্রমে ১৪ আর ১৬ রানে, আর রুট, স্ট্রোকস কোনও রান না করেই। অভিজ্ঞ রোহিত পিচের চরিত্র বুঝেই দ্রুত নিয়ে এলেন কুলদীপকে। যে বলটায় কুলদীপ বাটলারকে বোল্ড করলেন,সেটা দিনের সেরা। অফ স্ট্যাম্পের প্রায় ৬ ইঞ্চি বাইরে পরে দেড় হাতের বেশি টার্ন নিল। বোকার মত দেখা ছাড়া কিছুই করার ছিল না বাটলারের,১০ রানেই ফিরলেন। অন্যদিকে জাদেজা তুলে নিলেন ওকসকে। বাকি কাজটা করে দিল সামি আর বুমরাহ তাদের ফিরতি স্পেলে। ১০০ রানে ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা ছিল। বুমরাহ ৩২ রানে ৩ আর সামি ২২ রানে ৪উইকেট তুলে নেন। অন্যদিকে কুলদীপ দুটি ও জাদেজা একটি উইকেট পান। উইকেট না পেলেও সিরাজের বল ভালো ছিল।
আফসোস একটাই,একটুর জন্য বিশ্বকাপে তাঁর দ্বিতীয় শতরান হাতছাড়া করলেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর এদিনের ইনিংসটা ছিল ৮৭ রানের। ১০ চার ও ৩ ছয়ে খেলা ইনিংসটিতে তিনটি মাইলফলক ছুঁয়েছেন রোহিত শর্মা। পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান এবং ২০২৩ সালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এক হাজার রানও পূর্ণ করেছেন ভারতীয় অধিনায়ক। এ ছাড়া সাকিব আল হাসান ও বিরাট কোহলির পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন বিশ্বকাপে ১২তম অর্ধশতকের মাইলফলকও।লক্ষ্ণৌতে রোহিতের মাইলফলক ছোঁয়া ইনিংসের দিনে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান তুলেছিল ভারত। টস হেরে ব্যাট করতে নামা ভারতের ইনিংসে রোহিতের ৮৭-ই সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান আসে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। সর্বশেষ দুই ম্যাচে বড় ইনিংস খেলা বিরাট কোহলি ৯ বল খেলে আউট হন শূন্য রানে। ইংল্যান্ডের হয়ে বাঁহাতি পেসার ডেভিড উইলি নেন তিনটি উইকেট।