Last Updated on March 21, 2023 6:32 PM by Khabar365Din
৩৬৫ দিন। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার বিরুদ্ধে অথবা তার দল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারাই বিরোধিতা করেছে অথবা সমালোচনা করেছে তাদের বিরুদ্ধে দমনামুলক নীতি গ্রহণ করছে ভারত সরকার। সেইসঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদির শাসনে ভারতের সংখ্যালঘুদের মানবাধিকার তলানিতে ঠেকেছে। এমনই বিস্ফোরক রিপোর্ট পেশ করলেন মার্কিন পররাষ্ট্র সচিব এন্টনি ব্লিঙ্কেন।
মার্কিন পররাষ্ট্র দফতর ২০২২ সালের বার্ষিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে হিংস্র উগ্রপন্থী হিন্দু গোষ্ঠীদের দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ ২০২২ সালেও চলেছে। রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে ভারতে ধর্মীয় স্বাধীনতার ঐতিহ্য আক্রান্ত হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল মানবাধিকার ইস্যুতে তাদের বার্ষিক বিশ্লেষণমূলক রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে, এনসিআরবি-র তথ্য প্রকাশের সময়, ভারতে ঘটছে এমন গুরুত্বপূর্ণ মানবাধিকার সমস্যা এবং অবমাননার কথা তুলে ধরা হয়েছে। মার্কিন রিপোর্টে দাবী করা হয়েছে যে বিচার বিভাগীয় হেফাজতে হত্যা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতা সহ মানবাধিকার লঙ্ঘনের বেশ কয়েকটি ঘটনা ২০২২ সালে ভারতে প্রকাশিত হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দফতর বার্ষিক মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যা বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মার্কিন সংসদকে অবহিত করে। বার্ষিক রিপোর্টে ইরান, উত্তর কোরিয়া এবং মায়ানমারের মতো আরও কয়েকটি দেশ সহ রাশিয়া এবং চীনে বড় আকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনারও সমালোচনা করা হয়েছে।
এই রিপোর্টের ভারত সংক্রান্ত প্যারাগ্রাফে দাবি করা হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে তার দল ভারতীয় জনতা পার্টির শাসিত সরকারের সমস্ত স্তরে অফিসিয়াল দুর্নীতির জন্য জবাবদিহির অভাব রয়েছে, যা অপরাধীদের সময়মতো শাস্তির দিকে পরিচালিত করে। এই রিপোর্টে দাবী করা হয়েছে যে আইন প্রয়োগে শিথিলতা, প্রশিক্ষিত পুলিশ অফিসারের অভাব এবং অতিরিক্ত চাপযুক্ত এবং পর্যাপ্ত বিচার ব্যবস্থার কারণে মামলাগুলিতে দোষী সাব্যস্ত হওয়ার হারও খুব কম।
গোহত্যার অভিযোগে পিটিয়ে মারার ঘটনা
মার্কিন রিপোর্টে উঠে এসেছে সাম্প্রতিক কালে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি ভাজপাশাসিত রাজ্যে গো হত্যা অথবা গোমাংস ভক্ষণের অভিযোগে ভাজপা অথবা ভাজপা ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে পিটিয়ে মারার ঘটনাও। বলা হয়েছে, হিন্দু সংখ্যাগরিষ্ঠের পার্টি ভাজপার কিছু শীর্ষস্থানীয় নেতা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উত্তেজক ভাষণ দিয়েছেন। গোমাংসের জন্য গো হত্যার গুজবকে কেন্দ্র করে উগ্র হিন্দু গোষ্ঠীর তরফে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিমদের উপর আক্রমণের ঘটনা এ বছর ক্রমবর্ধমান।
রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিক নিগ্রহের মতো ঘটনা থেকে সরকারের মুখ ফিরিয়ে নেওয়া আমাদের যথেষ্ট উদ্বিগ্ন করেছে। ইউএপিএ আইনে খ্রীষ্টান ফাদার স্ট্যান স্বামীর গ্রেপ্তার ও মৃত্যুর ঘটনাদুটির দিকে বিশেষ নজর আকর্ষণ করেছে কমিশন। মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে, ইন্টারনেট বন্ধ, শান্তিপূর্ণ সমাবেশে নিষেধাজ্ঞা, দেশে-বিদেশে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হয়রানির ঘটনাও ঘটেছে।
বিশেষভাবে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোন সিদ্ধান্ত অথবা তার দল ভারতীয় জনতা পার্টির সমালোচনা করলেই নির্বিচারে গ্রেপ্তার এবং আটক, রাজনৈতিক বন্দী বা আটক, গোপনীয়তার সাথে স্বেচ্ছাচার বা বেআইনি হস্তক্ষেপ, সহিংসতা বা সহিংসতার হুমকি-সহ মত প্রকাশ এবং মিডিয়ার স্বাধীনতার উপর বিধিনিষেধ, সাংবাদিকদের অযৌক্তিক গ্রেপ্তার বা বিচার, এবং ফৌজদারি মানহানির আইন বলবৎ করার হুমকি, এসবই মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।
মার্কিন প্রতিবেদনে ভারতে গুরুতর অধিকার লঙ্ঘনের মধ্যে ইন্টারনেট স্বাধীনতার উপর বিধিনিষেধ, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির হয়রানির কথাও উল্লেখ করা হয়েছে।