কলকাতার নতুন পুলিশ কমিশনার বিনীত গোয়েল

0

Last Updated on December 30, 2021 11:27 PM by Khabar365Din

৩৬৫ দিন। সৌমেন মিত্রের জায়গায় কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন বিনীত গোয়েল। ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার গোয়েল। দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশে কাজ করার অভিজ্ঞতা রয়েছেন তাঁর।তবে সৌমেন মিত্র অবসরের পর পুলিশ ট্রেনিংয়ের ডিজি সমতুল ওএসডি হিসাবে কাজ করবেন। এদিন অতিরিক্ত কমিশনার পদে আসছেন প্রবীণ ত্রিপাঠি। প্রবীণও আগে কলকাতা পুলিশের অনেক গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব সামলেছেন । এছাড়াও আরও বেশ কয়েকটি পরিবর্তন করা হল আইপিএস স্তরে।

বিনীত কলকাতা পুলিশের ডিসি পদেও যেমন কাজ করেছেন, পাশাপাশি সামলেছেন জয়েন্ট সিপি হেড কোয়ার্টারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও। অন্যদিকে দায়িত্ব বাড়ছে জ্ঞানবন্ত সিং এর। এডিজি এসটিএফের দায়িত্ব যা এতদিন বিনীত গোয়েল সামলাচ্ছিলেন তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সামলাবেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং। যেহেতু বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর দায়িত্ব নেবেন বিনীত তাঁর চ্যালেঞ্জ কোভিড-ওমিক্রনের শহরে বর্ষশেষের ভিড় মোকাবিলা। এদিন সন্ধ্যা থেকেই পুলিশ মারাত্নক কড়াকড়ি শুরু করেছে পার্ক স্ট্রিট এলাকায়। মুখে মাস্ক না থাকলে করা হচ্ছে ফাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here