Last Updated on July 29, 2023 7:58 PM by Khabar365Din
৩৬৫ দিন। ১৮৯১ সালের জুন মাসে অসুস্থ বিদ্যাসাগর জামতারা আর মধুপুরের মাঝের স্টেশন কার্মাটার সাঁওতাল পরগনা থেকে পাকাপাকি ভাবে কলকাতার বাদুড়বাগানে চলে এলেন। অভিমানে তখন তিনি ক্ষতবিক্ষত।তাঁকে রক্তাক্ত করেছে তথাকথিত শিক্ষিত সমাজ, ইংরেজ শাসক, সেই শাসকদের করুণা-লোভী জমিদার শ্রেণির বাবু সম্প্রদায়, এমনকী তাঁর পরম আরাধ্যা মা। দোতলার বাড়িতে বসে নিজের হাতে ২৯ অনুচ্ছেদের ইছেপত্র উইল লিখলেন। সব সম্পত্তি ভাগ করে দিলেন।
প্রেস বেচে ৩০০ জন বিধবার ভাতার ব্যবস্থা করলেন। শেষ ১০০০টাকা দান করলেন ইন্ডিয়ান কল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার জন্য বাকিটা বেথুন আর মেট্রোপলিটনে। ড বার্চ আগেই জবাব দিয়ে গেছেন। হাল ছাড়েননি ড মহেন্দ্রলাল সরকার। লিভার কার্সিনোমা জেনেও যন্ত্রণা উপসমের চেষ্টা করে যাচ্ছেন। আজকের দিনে ১৮৯১ সালে অর্থাৎ ১৩৭ বছর আগে রাত ২টর পর ডাক পড়ল ড মহেন্দ্রলাল সরকারের। তিনি এলেন, শেষ মুহূর্তে। প্রয়াত হলেন বাংলার রেনেসাঁর উজ্জ্বল নক্ষত্র ঈশ্বরচন্দ্র বন্ধ্যপাধায়।