Last Updated on September 25, 2023 5:50 PM by Khabar365Din
৩৬৫ দিন।রাজভবনে চাচক্রে ডেকে উপাচার্যদের যে মুখোমুখি বৈঠক করার কথা ছিল তা আর করতে সাহস পেলেন না জেমস বোস বন্ড।তবে শিক্ষাবিদদের ধারণা যেভাবে আচার্যের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শিক্ষামন্ত্রী সহ রাজ্য সরকার কড়া অবস্থান নিয়েছে তাতেই ভয় পেয়ে ব্যাকফুটে গিয়ে বদলে অনলাইনেই বৈঠক সারলেন পদবলে আচার্য রাজ্যপাল জেমস বোস বন্ড । রাজভবন সূত্রে খবর মাত্র ১১ জন উপাচার্য এই অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন । তবে এই বৈঠক নিয়ে কোনো বিশদ তথ্য দিতে রাজি নয় রাজভবন । তবে বিশেষ সূত্রে জানা গেছে অভ্যন্তরীণ রিভিউ মিটিং বলে এই বৈঠকটিকে এড়িয়ে যেতে চাইছে রাজভবন।।তবে এই অনলাইন বৈঠক নিয়ে অনেক কেয়ারটেকার উপাচার্যই মুখ খুলতে রাজি নন । অধিকাংশই এটিকে ইনফরমাল বৈঠক বলে এড়িয়ে যেতে চাইছেন ।
এদিনের বৈঠকে মূলত কিকি সমস্যা হচ্ছে বা কাদের তরফে সমস্যা তৈরী হচ্ছে তা নিয়েই আলোচনা হয় বলে রাজভবন সহ বিভিন্ন সূত্রে জানা গেছে। রাজ্যপাল রাজভবনের আড়ালে অগণতান্ত্রিক ও স্বৈরাচারীর মতো উপাচার্য নিয়োগ ও রাজ্যের শিক্ষাকে ধ্বংসের প্রতিবাদে গতকালই তৃণমূলের শিক্ষা সেল আয়োজিত এক ধর্ণা মঞ্চের থেকে শিক্ষামন্ত্রী জানান জেমস বন্ড বোস ক্ষমতা কুক্ষিগত করে রাখছেন।উল্লেখ্য শিক্ষামন্ত্রী ইচ্ছেমতো উপাচার্য নিয়োগ নিয়ে একটি বিক্ষোভওই বৈঠকে রাজ্যপালকে সাদা হাতি ও অপ্রয়োজনীয় পদ বলে অভিহিত করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাম না করে রাজ্যপাল ও পদবলে আচার্য জেমস বোস বন্ডের ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিরুদ্ধে ফের একেবারে প্রতিবাদ জানালেন শিক্ষামন্ত্রী । শুধু তাই নয় রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে দর্শনের লড়াই চলছেও বলেই এদিন রাজভবনকে ফের আরেকবার সতর্ক করে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বোস। এদিন রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী ।