রাজ্যসভায় তৃণমূলের নতুন সাংসদ,বাঙালি রাজপুরুষ
জহর সরকার শপথ নিলেন

0

Last Updated on August 4, 2021 10:51 PM by Khabar365Din

৩৬৫দিন। রাজ্যসভার সাংসদ পদে শপথ নিলেন বাঙালি রাজপুরুষ জহর সরকার। বুধবার রাজ্যসভায় অধিবেশন চলাকালীন সাদা ধুতি পাঞ্জাবি পড়ে শপথ বাক্য পাঠ করলেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও। দীনেশ ত্রিবেদী ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের তরফে রাজ্যসভায় প্রার্থী করা হয় বাঙালি রাজপুরুষ জহর সরকারকে।সোমবারই রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হিসেবে মনোনীত হন তিনি। অন্য কোন দলের প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় রাজ্যসভায় মনোনীত হয়েছেন তিনি। যদিও ভাজপা তরফে প্রথমে প্রার্থী দেওয়ার কথা বলা হলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, সবাই তাদের শক্তি কম থাকায় রাজ্যসভার পদে তারা প্রতিদ্বন্দ্বীতা করবে না। রাজ্যসভার সাংসদ পদের শংসাপত্র হাতে পেয়েই সোমবার দিল্লিতে পৌঁছে যান জহরবাবু। তারপরই বুধবার প্রাক্তন আমলা সাদা ধুতি পাঞ্জাবি পড়ে পুরোদস্তুর বাঙালি বেশেই শপথ নেন তিনি। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে আইএস হিসেবে কাজ করেছেন দিল্লিতে। দক্ষতার সঙ্গে প্রসারভারতীর সিইও হিসেবেও দায়িত্ব সামলেছেন। সেন্ট জেভিয়ার্স থেকে পড়াশুনা শেষ করার পর তিনি প্রেসিডেন্সি কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হন তিনি। এরপরই আইএএস এর চাকরিতে যোগ দেন। কিন্তু চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে পিছপা হননি। প্রকাশ্যে বহুবার কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন জহরবাবু। বিধানসভায় শপথ নিয়েই জহর সরকার জানিয়েছিলেন, রাজ্যসভায় কেন্দ্রের বিষয়ভিত্তিক সমালোচনা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here