Last Updated on June 30, 2022 10:23 AM by Khabar365Din
৩৬৫দিন। হ্যালো ফোন ভূত? ভূতুরে দুনিয়ায় সবাইকে স্বাগত জানাতে তৈরি ক্যাটরিনা কাইফ। রোমান্টিক কিংবা অ্যাকশন হিরোইন এর মুখোশ খুলে নতুন অবতারে আসতে চলেছেন অভিনেত্রী। অক্টোবরে মুক্তি পেতে চলেছে ফোন ভূত।
সোমবার মুক্তি পেয়েছে ছবির টিজার। এবার মুক্তি পেল ছবির প্রথম লুক পোস্টার। ফোন ভূত’-এ সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাট। বিশেষ চরিত্রে অভিনয় করছেন জ্যাকি শ্রফ। দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে এই হরর-কমেডি এই ছবি।
এই ছবির পরিচালনায় মির্জাপুর ওয়েব সিরিজের পরিচালক গুরমিত সিং। প্রযোজনায় ফারহান আখতার ও রীতেশ সিদওয়ানি। ২০২০ সালে শেষ হয়েছিল ‘ফোন ভূত’-এর শ্যুটিং। এবার মুক্তির পালা।
২০২২ সালের ৭ অক্টোবর পর্দায় আসছে ফোন ভূত। তবে এই ছবি দেখে যে ভয়ে শিরদাঁড়ায় স্রোট বয়ে যাবে সেরকম কোনও কারন নেই। কিন্তু এই মাধ্যমে যে দর্শক ভয়ানক কমেডির সাক্ষী থাকবেন সেকথা পরিচালক নিজেই স্বীকার করেছেন।
এছাড়াও কাহিনীতে টুইস্ট তো রয়েছেই। প্রসঙ্গত, পরের বছরে মুক্তি মেতে চলেছে সলমান খান এবং ক্যাটরিনা অভিনীত ছবি টাইগার ৩। বর্তমানে এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী।