Last Updated on January 17, 2022 9:02 PM by Khabar365Din
৩৬৫ দিন। আগামী ২৮ ফেব্রুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলা হতে চলেছে। সোমবার এ কথা জানিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই বইমেলা উদ্বোধনের এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ৪ পুরভোট ফেব্রুয়ারি মাসে পিছিয়ে যাওয়ার ফলে পূর্বনির্ধারিত দিনে এবার ৩১ জানুয়ারি বইমেলা করা সম্ভব হচ্ছিল না। কিন্তু ১৫ ফেব্রুয়ারি ভোটের ফল প্রকাশের পরে সেন্ট্রাল পার্কেই বইমেলার আয়োজন করবে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, কোভিড বিধি মেনেই এবছর বইমেলা হবে। প্রসঙ্গত, করোনা সংক্রমনের কথা মাথায় রেখেই, রাজ্য নির্বাচন কমিশন বিধাননগর সহ ৪ পুর নিগমের ভোট ২২ জানুয়ারির বদলে পিছিয়ে ঠিক হয় ১২ ফেব্রুয়ারি। ভোটের জন্য গোটা বিধাননগর পুর এলাকাজুড়ে আদর্শ আচরণবিধি জারী থাকবে। ফলে ৩১ জানুয়ারি বইমেলা উদ্বোধন করতে পারবেন না মুখ্যমন্ত্রী। নির্বাচনের মাঝে বইমেলার আয়োজন করতে সমস্যায় পড়তে হত পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডকে। এরপর ফেব্রুয়ারি মাসে ভোটের দিন খান পিছিয়ে দেওয়ার পরেই বৈঠকে বসেন গিল্ডের আধিকারিকেরা। গিল্ডের তরফে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারির পর আদর্শ আচরণ বিধি উঠে গেলে সেন্ট্রাল পার্কে বইমেলা উদ্বোধন করতে কোন অসুবিধা হবে না।
তাই ১৫ ফেব্রুয়ারির পর মুখ্যমন্ত্রী যেদিন সময় দেবেন গিল্ড কর্তৃপক্ষকে, সেদিনেই কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করা যাবে। এই মুহূর্তে প্রতিদিন একটু একটু করে করোনা সংক্রমণ কমছে। এবার কোভিড বিধি মেনে বইমেলা হবে বলে আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল গিল্ড কর্তৃপক্ষ। বই মেলায় প্রবেশ করতে হলে, দুটি ভ্যাকসিনের সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক করেছে বইমেলা কর্তৃপক্ষ, অর্থাৎ বই মেলায় প্রবেশ করতে হলে ভ্যাকসিনের দুটি সার্টিফিকেট দেখাতে হবে। অন্যদিকে স্টলের ভেতরে ৬৫ শতাংশ অংশ ব্যবহার করা হবে, বাকি অংশ ফাঁকা রাখা হবে। স্টলের ভেতরে যেন কোনভাবেই ভিড় না করা হয়, সেদিকে তীক্ষ্ণ নজর রেখেছে কলকাতা বই মেলা কর্তৃপক্ষ। এমনকি স্টলের বাইরেও যেন অযথা ভিড় না হয়, সেদিকে পরিষ্কার নজর রাখবে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। তাই বইপ্রেমীদের জন্য এবছর সবথেকে ভালো খবর নিয়ে এল বইমেলা কর্তৃপক্ষ। সম্প্রতি রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কোভিড বিধি মেনে খোলা জায়গায় মেলা করা যাবে। মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক পাবলিশার্স কর্মীদের ভ্যাকসিন এর দুটি করে দোজ নেওয়া বাধ্যতামূলক করেছে বইমেলা কর্তৃপক্ষ। পাশাপাশি মাস্ক পরে কোভিড বিধি মেনে চলতে হবে, সেদিকে কড়া নজর রেখেছে গিল্ড কর্তৃপক্ষ। এক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি বইমেলা বই প্রেমীদের কাছে সবথেকে উল্লেখযোগ্য খবর। এমনকি ছোট ছোট প্রকাশকেরা, এবছর বইমেলা না হলে যাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠত, ২৮ ফেব্রুয়ারি বইমেলার খবর তাদের কাছে বেঁচে ওঠার মত। করোনার মহামারীতে যখন একাধিক সংস্থার অর্থনৈতিক অবস্থা শোচনীয় তখন বইমেলার খবর দিয়ে গিল্ড কর্তৃপক্ষকে সকলে বাহবা দিচ্ছে। আর গিল্ড কর্তৃপক্ষ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগের কাছে।