Last Updated on January 17, 2022 10:03 PM by Khabar365Din
৩৬৫ দিন। প্রয়াত কথক সম্রাট পণ্ডিত বিরজু মহারাজ। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি।বেশ কিছু দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন ৮৩ বছর বয়সী এই নৃত্যশিল্পী। নিময়িত ডায়ালিসিসও চলছিল, রবিবার রাতে দিল্লির বাড়িতে নাতির সঙ্গে গানের লড়াই খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। তৎক্ষনাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও তিনি পরিচিত ছিলেন নৃত্যশিল্পী হিসাবে কিন্তু শাস্ত্রীয় সংগীতের ওপর তাঁর দখল ছিল তারিফ করার মত। তাঁর ঠুমরি গানের একধিক রেকর্ড রয়েছে। একই সঙ্গে বাঁশি ও সানাইয়ের ওপরও তাঁর দখল ছিল।
সত্যজিৎ রায়ের শতরঞ্জ কে খিলারি ছবিতে কানহা মে তোসে হারি’গানটার সঙ্গে নাচের দৃশ্যের কোরিওগ্রাফির জন্য। ঝনক ঝনক পায়েল বাজে, উমরাও জান থেকে হালফিলের কলঙ্ক, বাজিরাও মস্তানি ছবির কোরিয়গ্রাফি তিনি করেছেন। মাত্র ২৮ বছর বয়সে সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার জেতেন বিরজু মহারাজ। নাচই ছিল তাঁর প্রথম ভালোবাসা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশজুড়ে। প্রধামন্ত্রী, রাষ্ট্রপতি থেকে বলিউড ব্যক্তিত্বরা শোকপ্রকাশ করেছেন এই কিংবদন্তি নৃত্যগুরুর মৃতুতে। জানা গিয়েছে,বেশ কিছুদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। ডায়ালিসিসও চলছিল তাঁর। উল্লেখ J, ১৯৩৮ সালের ৪ ফেব্রুয়ারি লখনউতে জন্মগ্রহণ করেন ব্রিজমোহন মিশ্র। কত্থক নৃত্যশিল্পী হিসাবে পরিচিতি লাভ করেন তিনি। পদ্মবিভূষণ পান বিরজু মহারাজ ১৯৮৩ সালে। এছাড়াও একাধিক পুরস্কারে ভূষিত হন তিনি। সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ও কালীদাস সম্মান,বিশ্বরূপম ছবিতে কোরিওগ্রাফের জন্য চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পান বিরজু মহারাজ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শাস্ত্রীয় নৃত্যগীত সমাজ।