Last Updated on January 3, 2022 11:33 PM by Khabar365Din
৩৬৫ দিন। যাত্রী দুর্ভোগ কমাতে শেষ পর্যন্ত লোকাল ট্রেনের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিল প্রশাসন।সোমবার সন্ধ্যে নাগাদ রাজ্যের তরফে নতুন করে সময়সীমা বদলে নির্দেশিকা জারি করা হয়।জানানো হয়, সাতটা নয়, লোকাল ট্রেন চলবে রাত ১০টা পর্যন্ত। অর্থাৎ শিয়ালদহ কিংবা হাওড়া থেকে শেষ ট্রেন রাত ১০টায় ছাড়া হবে।
সেই সমস্ত বিষয় বিবেচনা করেই পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেলের পক্ষে রাত ১০টা অবধি ট্রেন চালানো সম্ভব।জানা গিয়েছে,নবান্ন থেকে নির্দেশিকা জানার পরই শিয়ালদহ থেকে বিভিন্ন স্টেশনে ঘোষণা করা হয়, ১০টা পর্যন্ত ট্রেন চালানো হবে। অতএব সোমবার থেকেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নির্দেশিকায় জানানো হয়েছে, প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টায়। রাজ্যজুড়ে সোমবার থেকে কার্যকর হয়েছে একাধিক বিধিনিষেধ। সেই বিধিনিষেধের কথা মাথায় রেখে লোকাল ট্রেনের পরিষেবাও সংক্ষিপ্ত করা হয়। সোমবার প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার কথা ছিল সন্ধ্যা সাতটা। এদিন থেকে তা আরও তিন ঘণ্টা পিছিয়ে দেওয়া হল।