Vistadome: তৃণমূল প্রতিনিধিদের বাদ দিয়ে ডুয়ার্সে ভিস্তাডোম চালু

0

Last Updated on August 29, 2021 12:53 AM by Khabar365Din

৩৬৫ দিন। বৃষ্টি ভেজা সবুজ গালুচা চিরে বহু প্রতিক্ষিত ভিস্তাডোম কোচের যাত্রা শুরু হল। প্রথম দিন থেকেই টিকিটের আকাল। প্রথম দিনেই সব টিকিট ফুরিয়ে গেছে। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত এসি কোচে এই ট্রেনের ভাড়া ৭৭০টাকা। আলিপুরদুয়ার জংশন থেকে এই ট্রেনের দ্বিতীয় সফর। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডি আর এম দিলীপ কুমার সিং বলেন, ” একটি ঐতিহাসিক দিন আজ। এই ট্রেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে। সামনেই উৎসবের মরশুম। এই ট্রেনকে জনপ্রিয় করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।” শনিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ভিস্টাডোমের প্রথম সফর শুরু হল।ডুয়ার্সের বনানী দিয়ে প্রাকৃতিক শোভাকে উপলব্ধির মধ্য দিয়ে ট্রেন যাত্রীদের নিয়ে পৌঁছাল আলিপুরদুয়ার জংশনে।সেখান থেকে পরবর্তী পর্যায়ের যাত্রা শুরু হয় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী।

ভিস্টাডোম কোচটিকে সুসজ্জিত ভাবে সাজানো হয়।তার পাশাপাশি রয়েছে কোচের নিজস্ব সৌন্দর্য।প্রথমেই নজর কেড়েছে ভ্রমণপিপাসুদের।তবে পশ্চিমবঙ্গে ভিস্টাডোমে ডুয়ার্স সফর উত্তরের পর্যটন শিল্পের নতুন অধ্যায়।পাহাড় তরাই ডুয়ার্সে পর্যটন শিল্প মূল বুনিয়াদ।সেই অর্থে ভিস্টাডোম পর্যটনের নতুন দিশা। রেল সূত্রে খবর মূলত ডুয়ার্সের পর্যটনের কথা মাথায় রেখে ভিস্টাডোমের পরিকল্পনা নেয়া হয়েছে ইতিমধ্যেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি ডুয়ার্স এলাকায় রাজ্য সরকার পর্যটনের বিকাশের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে যে কারণে প্রতিবছর বহু পর্যটক এই অঞ্চলে ভিড় করছে এই ভিড়েই এবার কাজে লাগাতে চাইছে রেল। জেলা প্রশাসনের বক্তব্য গত কয়েকবছরে যেভাবে ডুয়ার্স এলাকায় পর্যটনের বিকাশ ঘটেছে তা অভাবনীয় এবং অভূতপূর্ব পর্যটন মরসুম তো বটেই প্রায় সারাবছরই এখন এই অঞ্চলে পর্যটকরা ভিড় জমান তাই ডুয়ার্স সফরে রেল ভিস্টাডোম এনেছে। রাজ্য সরকারি আসলে এখানে পর্যটনের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে এখন তার বিকাশ ঘটছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here