Last Updated on November 18, 2021 1:41 PM by Khabar365Din
365 দিন । চায়ের দোকানের পাশে পানের পিক ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত হলো ছয়জন। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা থানার মুচিয়া এলাকায়। আহতেরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।
এই ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় জানা গিয়েছে, এদিন সকালে সুকদেব বিশ্বাসের চায়ের দোকানের পাশে পিক ফেলে বীরেন সরকার। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক থেকে শুরু হয় হাতাহাতি। ছুটে আসে সুকদেব বিশ্বাস এবং বীরেন সরকারের পরিবারের অন্যান্য সদস্যরাও। এরপরই একে অপরে ধারালো হাসুয়া এবং লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। ঘটনায় দুই পক্ষের ছয় জন আহত হয়। বীরেন সরকার এবং তার দুই ছেলে জুরানি সরকার ও অসীম সরকার আহত হয়।
অন্যদিকে চা বিক্রেতা সুকদেব বিশ্বাস এবং তার দুই ছেলে প্রদীপ বিশ্বাস ও উজ্জ্বল বিশ্বাস ও আহত হয়। আহতরা প্রত্যেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।