Last Updated on July 22, 2021 6:06 PM by Khabar365Din
৩৬৫ দিন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বছরে দুবার দুয়ারের সরকার এবং তৃতীয়বার সরকার গঠন করে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা।
আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরে মমতা বলেন, ‘‘আমরা আবার দুয়ারে সরকার প্রকল্প চালু করছি। ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। যাঁরা আবেদন করতে চান তাঁরা নিয়ম মেনে আবেদন করতে পারবেন।’’
লক্ষীর ভান্ডার প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘‘১ সেপ্টেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তার জন্য আবেদন পত্র জমা দিতে হবে। এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে ১০০০ টাকা ও বাকি মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন।’’