Last Updated on December 22, 2021 12:03 AM by Khabar365Din
৩৬৫দিন। কলকাতার নাগরিকবৃন্দ যেভাবে আমাদের সমর্থন করেছেন, আমি সকল মা-মাটি-মানুষকে, আমার ভাই বোনেদের, আমার প্রণাম, অভিনন্দন জানাই। আমি মনে করি, এই নির্বাচন হয়েছে গণতান্ত্রিক পরিবেশে। নির্বাচন হয়েছে উৎসবের মতো করে। গণ উৎসবে গণতন্ত্রের জয়। এটাই মানুষ গণতন্ত্রের সবথেকে বেশি আশা করে। আমি যাবার আগে যতটা পারলাম দেখা করে গেলাম, এবং আপনাদের জানিয়ে গেলাম যে আমরা মা মাটি মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ, মা মাটি মানুষ আমাদের যত সমর্থন দেবেন, আমরা তাতে আরো নগ্ন মস্তিষ্কে, আরও মা মাটি মানুষের কাছে মাথা নত করে, আরও সাবমিসিভ ভাবে, আরো হাম্বল ভাবে, আমরা আরও বেশি করে কাজ করব। কলকাতা আমাদের গর্ব, বাংলা আমাদের গর্ব।
কলকাতা এবং বাংলা সারা দেশকে পথ দেখি য়েছে, সারাদেশকে গর্বের দিকে নিয়ে যাবে। জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এটি একটি বড় জয়। অন্য রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করেছিল। বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, তারা মানুষের দ্বারা হেরে গেছে। এটা মানুষের জনমত।