রাজ্যবাসীর কল্যাণ কামনায় কালীঘাটে পুজো মমতার

0

Last Updated on April 15, 2022 12:56 AM by Khabar365Din

৩৬৫ দিন। রাজ্যবাসীর স্বার্থে কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী (West Bengal Chief Minister)। প্রতিবারের মত নববর্ষের আগের দিন বৃহস্পতিবার কালিঘাটে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, জগন্নাথ মন্দির নতুন করে তৈরি হচ্ছে দীঘাতে। কালীবাড়িতে ‌৩০০ কোটি টাকা খরচ করে এখানে (কালীঘাট মন্দির সংলগ্ন এলাকায়) স্কাইওয়াক (Skywalk)করা হচ্ছে। পুরো শেপ চেঞ্জ হয়ে যাবে। এখানে যারা হকার ভাইয়েরা রয়েছেন, তাদের কাউকে উচ্ছেদ করা হবে না। তাদের জন্য হাজরা পার্কের ভেতরে কতগুলি স্টল বানানো হয়েছে। ‌যতদিন কাজটা সম্পূর্ণ না হবে, তারা সেখানে বসে কাজ করবে। কিন্তু আস্তে আস্তে তাদের সবাইকে ফিরিয়ে নিয়ে আসা হবে। দক্ষিণেশ্বরে যেভাবে স্কাইওয়াকের সামনে স্টল করে দেওয়া হয়েছে, এখানেও (কালীঘাটে) একইভাবে স্টল করে দেওয়া হবে।‌

আজ প্রথম নয়, আমি দীর্ঘদিন ধরে, প্রতিবছর কালীপুজোয়, পয়লা বৈশাখের আগের দিন মায়ের কাছে আসি, বাংলার সকল মানুষের জন্য, বাংলার মা মাটি মানুষের জন্য মায়ের কাছে শুভকামনা জানিয়ে যাই, শান্তি প্রার্থনা করে যাই, সংহতি প্রার্থনা করে যাই এবং শুভ আনন্দে জাগো সকলে ভাল থাকুন। এটা আমার চিরকালের প্রোগ্রাম। যতদিন বাঁচবো ততদিন করব। ‌ আমি রেড রোডের নামাজেও যাই, বড়দিনের সময় আমি চার্চে যাই। আমি গুরুদুয়ারা বা গুরু নানাক সিংয়ের প্রোগ্রামেও যাই, গঙ্গাসাগরেও যাই। এগুলো আমাদের ধর্ম ও সংস্কৃতির মধ্যেই পড়ে। ‌ রাজনীতি যেমন রাজনীতির জন্য, মানুষের সেবা করার জন্য। রাজনীতির বাইরে আমি মানুষ। মায়ের কাছে আসি আমরা প্রার্থনার জন্য যেন মানবিকতা ভাল থাকে। শুভ বুদ্ধির উদয় হোক সকলের। ‌ সকলে ভাল থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here