Last Updated on December 26, 2020 8:05 PM by Khabar365Din
৩৬৫ দিন। বহিরাগত ধর্মীয় উগ্রবাদীরা বাংলার সংস্কৃতি না জেনে রবীন্দ্রনাথ এবং বাংলার অন্যান্য মনীষীদের অপমান করার পাশাপাশি এবার টার্গেট করেছেবিশ্ববরেণ্য নােবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। কিন্তু বিশ্বভারতীর আরএসএস ঘনিষ্ঠ উপাচার্য অথবা খােদ আচার্য নরেন্দ্র মােদির প্রশ্রয়ে অমর্ত্য সেনের মতাে বিশ্ববরেণ্য বাঙালিকে অপমানের বিরুদ্ধে তার পাশে দাঁড়িয়ে লড়াই করার বার্তা দিয়ে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ অমর্ত্য সেনকে ‘দাদা সম্ভাষণ করে মুখ্যমন্ত্রী চিঠি লিখে জানান,
‘সম্মানীয় অমর্ত্যদা, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে শান্তিনিকেতনে আপনার পারিবারিক বাড়ি দখল সংক্রান্ত কিছু খবর দেখে আমি অত্যন্ত বিস্মিত এবং বিরক্ত। শান্তিনিকেতনের সঙ্গে আপনার পরিবারের গভীর যােগসূত্র সকলেই জানেন। আপনার মাতামহ পণ্ডিত ক্ষিতিমােহন সেন ছিলেন শান্তিনিকেতন প্রতিষ্ঠিত করার অন্যতম উদ্যোক্তা। প্রায় আট দশক আগে শান্তিনিকেতনে প্রতীচী বাড়িটি নির্মাণ করেছিলেন।আপনার বাবা বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রশাসক আশুতােষ সেন। শান্তিনিকেতনের সংস্কৃতি এবং বন্ধনের সঙ্গে আপনাদের পরিবার নিবিড় ভাবে আবদ্ধ। বিশ্বভারতীর কিছু নব্য হানাদার সম্প্রতি আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযােগ তুলতে শুরু করেছে। এটা আমায় কষ্ট দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ গোঁড়ামির বিরুদ্ধে আপনি লড়াই করছেন। তা করতে গিয়ে অপশক্তিগুলির শত্রু হয়ে উঠেছেন। আপনি। এই লড়াইয়ে আমি আপনার পাশে। অনুগ্রহ করে এ দেশের আধিপত্যবাদ এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে আমাকে আপনার বােন এবং বন্ধু হিসেবে গণ্য করুন। ওদের মিথ্যা অভিযোেগ ও অসত্য আক্রমণে দমবেন না। আমরা জয় করবই।
ইতি, মমতা বন্দ্যোপাধ্যায়