Last Updated on March 11, 2022 8:39 PM by Khabar365Din
৩৬৫দিন। বারুইপুরে (Baruipur) ১৩২ কোটি টাকা খরচে গড়ে তোলা হয়েছে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি কমপ্লেক্স (Tele Academy Complex)।বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) টেলি একাডেমি অ্যাওয়ার্ড (Tele Academy Award) অনুষ্ঠানের মঞ্চ থেকেই ভার্চুয়াল মাধ্যমে টেলি একাডেমি কমপ্লেক্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী(Chief Minister Virtually Inaugurates Tele Academy Complex )। উদ্বোধনের পরে মমতা (Mamata Banerjee) বলেন, ১ একর জমির ওপরে বারুইপুরে এক কোটি ৩২ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা খরচে টেলি একাডেমি কমপ্লেক্স করা হয়েছে। বারাইপুরে যাওয়ার জন্য ফ্লাইওভার করা হয়েছে সহজেই টালিগঞ্জ থেকে বারাইপুরে পৌঁছে যাওয়া যাবে। টেলি একাডেমি কমপ্লেক্স আগামীদিনের গন্তব্যস্থল হয়ে উঠবে। এছাড়াও কলকাতায় ধনধান্যে স্টেডিয়াম খুব শীঘ্রই এক থেকে দেড় মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। মার্চ মাসের শেষের দিকে সায়েন্স সিটির বিশ্ববঙ্গ মিলন মেলা গ্রাউন্ড তৈরি হয়ে যাবে।এখানেও আপনারা শুটিং করতে পারবেন। টেলিভিশন শিল্পীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,এটা একটা বড় ইন্ডাস্ট্রি। এটার উপর অর্থনীতির অনেকটা নির্ভর করে। আমি শুধু বলব, টিআরপি রেট শুধু দেখবেন না মানুষের মনও দেখবেন।
করোনার সময় মানুষ ঘরের মধ্যে আবদ্ধ ছিল সেই সময় টিভিও টিভি চ্যানেলের সিরিয়ালই একমাত্র মানুষকে আনন্দ দিয়েছে। এর তুলনাই হয় না। অনেকেই বাড়িতে একা থাকেন। তাড়াতাড়ি রান্না করে সিরিয়াল দেখেন। আমিও রাতে বাড়ি গিয়ে সিরিয়াল দেখি। কোন সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন আমি সবসময় আপনাদের পাশে আছি।এদিন নেতাজি ইন্ডোরে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম সহ টালীগঞ্জের বহু নামিদামি শিল্পীরা। এদিন টেলিভিশন জগতের কৃতি মানুষদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী। মরণোত্তর কৃতি অ্যাওয়ার্ড পান প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়ার শকুন্তলা বড়ুয়া কে। অভিনেতার শান্তি গোপাল মুখোপাধ্যায় কে। নন ফ্রিকশন অনুষ্ঠান দাদাগিরির অ্যাংকরের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় কে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে পারফরম্যান্স করেন বাবুল সুপ্রিয়, জিৎ গাঙ্গুলী, পলক মুছল। এদিকে, বাড়াইপুরের টেলি একাডেমি ৪ টি স্টুডিও ফ্লোর সহ প্রশাসনিক ভবন। মোট ৪০ হাজার স্কয়ার ফুট জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই কমপ্লেক্সটি। বর্তমানে শুটিংয়ের জন্য সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে কমপ্লেক্সে। পিসিআর রুম থেকে আরম্ভ করে স্টোরেজ বক্স থেকে কনফারেন্স রুম ক্যান্টিন।