Last Updated on September 28, 2020 9:17 PM by Khabar365Din
পূজা কুন্ডু। জয়দীপ সরকার। শিলিগুড়ি
৩৬৫ দিন: বিপর্যস্ত উত্তরের অর্থনীতির রক্ষাকবচ হয়ে উঠতে পারে মুখ মন্ত্রীর উত্তরবঙ্গ সফর। পুজোর আগে মুখ্যমন্ত্রীর সফর শিল্পের জন্য হতে পারে উপহার। মন্দা বাণিজ্যের বাজারে আশার আলাে সঞ্চার করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই আশাবাদী উত্তরের শিল্পপতি ও পর্যটন ব্যবসায়ীরা। তাই উত্তরের বিপর্যস্ত পর্যটন ও শিল্পের মন্দা কাটাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চান পর্যটন ব্যবসায়ী ও শিল্পপতিরা। উত্তরবঙ্গের শিল্পের পুঁজির রসদ যােগায় পর্যটন। তাই পর্যটন ব্যবসা পুরােপুরি আছড়ে পড়ায় শিল্পের বাজারে সন্দিহান দশা। ই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আশার আলাে মিলছে। শিল্পপতি সংগঠন সিআইআই এর উত্তরবঙ্গের চেয়ারম্যান সঞ্জিত সাহা জানান পর্যটনের সম্পূর্ণ প্রভাব এসে পড়েছে শিল্পের ওপর। তার ওপর শিলিগুড়িতে নিউ জলপাইগুড়ি এলাকায় রেলের অসহযােগিতার জন্য আটকে রয়েছে টি পার্কের কাজ। সমস্ত রকমের কথাবার্তা বলেই টি পার্কের ফ্যাক্টরি তৈরী করা হয়। তবে রেল এনওসি দেওয়ায় টি পার্কের কাজ আটকে রয়েছে। কাজ শুরু না। হওয়ায় কোটি টাকার ক্ষতি হচ্ছে। রেলের সঙ্গে দীর্ঘ এই জট কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তারা। একমাত্র মুখ মন্ত্রী দীর্ঘ এই জট কাটাতে পারেন বলে তার দ্বারস্থ হতে চায় শিল্পপতি সংগঠন।

তিনি জানান মঙ্গলবার ডাক পেলে এদিনই দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। উত্তরের পর্যটন সংগঠন গুলির তরফে সম্রাট স্যন্যাল জানান পর্যটন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তিনি সবটাই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী আর্থিক বিষয়টি দেখবেন এবং তার সাথে কথা বলা সম্ভব হবে। এদিন শাঁখ উলুধ্বনির সাথে ঢাকের বােলে মুখ্যমন্ত্রীকে বরনে মেতে উঠলাে উত্তরবঙ্গবাসী। আগমনীর আগমনের আগেই যেন একটা অগ্রিম শারদ উৎসবের উচ্ছ্বাস ধরা পড়লাে এদিন শিলিগুড়িতে। দীর্ঘ আটমাস পর উত্তরবঙ্গে পাড়ি মুখ্যমন্ত্রীর। করােনা আবহের মাঝেই উত্তরবঙ্গ থেকে তার জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। কঠিন এই বিপর্যয়ের সময়ে উত্তরবঙ্গের জেলাগুলির খোঁজ খবর নিতে খােদ মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে আশার আলাে দেখছে উত্তরবঙ্গবাসী। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর উপহার হতে পারে উত্তরের মন্দা অর্থনীতিতে বলে মনে করছেন শিল্পপতি থেকে আমসাধারন। সােমবার ২.৩০নাগাদ শিলিগুড়ির বাগডােগড়া বিমানবন্দরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকে সােজা সড়কপথে উত্তরকন্যার উদ্দেশ্যে রওয়ানা দেন। দুপুর ২.৫২তে সেখ নে পৌঁছে যান তিনি। আজ সেখানে কন্যাশ্রীতে বিশ্রাম নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার ও বুধবার এখ নি থেকে উত্তরবঙ্গের জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এবং বুধবার দার্জিলিং কোচবিহার কালিম্পংয়ের জেলাশাসক ও পুলিশ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সারবেন। বৃহস্পতিবার পথশ্রী প্রকল্পের আওতায় নয়া রাস্তার উদ্বোধন সেরে কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে। এদিন তার যাত্রাপথের মাঝে বিভিন্ন জায়গায় তাকে আহবান জানাতে রাস্তার দুই ধার দিয়ে প্রচুর মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। করােনার আতঙ্ককে দূরে সরিয়ে ছুটে আসেন মুখ্যমন্ত্রীকে আহবান জানাতে পুরুষ ও মহিলারা। শিলিগুড়ির নৌকাঘাটে পুরুষেরা ঢাক বাজিয়ে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান। বাগডােগরা বিমানবন্দর থেকে উত্তরকন্যা পর্যন্ত মুখ্যমন্ত্রীর যাত্রাপথের মাঝে বহু জায়গায় মহিলারা উলুধ্বনি ও শাঁক বাজিয়ে তাকে আহবান জানাতে মেতে ওঠেন।