Last Updated on December 9, 2020 9:05 PM by Khabar365Din

৩৬৫ দিন। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম উডল্যান্ডস হাসপাতালে ছুটে যান। বনগাঁর জনসভা থেকে ফিরেই মুখ্যমন্ত্রী নিজে হাসপাতালে যান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন। ডাক্তারদের সাথে কথা বলার পরে হাসপাতালের বাইরে এসে মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তারেরা সবরকম ভাবে চেষ্টা করছেন। ওনার দ্রুত আরােগ্য কামনা করছি। মীরা বৌদি কষ্টে আছেন। সবাই পরিবারের পাশে আছে। ওনাকে আমরা খুব সম্মান করি, উনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। এখানে কোভিড ওয়ারিয়াররাও আছেন, কোভিড হাসপাতাল আছে, আমি তাদেরও আমরা সম্মান জানাচ্ছি। ওঁর পরিবারকে বলবাে, আমাদের সবকিছুর জন্য তৈরি থাকতে হয়। আমরা সবাই ওঁর পরিবারের সঙ্গে আছি। ওঁরা যদি রাজ্য সরকারের কোন এক্সপার্ট টিমের সহযােগিতা চান, আমরা পাশে আছি।বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য দুই সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমে রয়েছেন, কনসালটেন্ট ফিজিশিয়ান কৌশিক চক্রবর্তী বং কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌটিক পন্ডা। বিকেল ৫ টায় হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানাে হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের এখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫। পালস রেট ও রুচাপ স্বাভাবিক। মস্তিষ্কে প্রবাহ বাধাগ্রস্ত বা অবরুদ্ধ হলে স্ট্রোক হয়। মস্তিষ্কের অভ্যন্তরে রুনালীগুলিতে ব্লক হয়ে যাওয়া স্ট্রোককে ইসকেমিক স্ট্রোক বলা হয়। লাকুনার স্ট্রোক এক প্রকার ইস্কেমিক স্ট্রোক যা মস্তিষ্কের অভ্যন্তরে গভীর ক্ষুদ্র ধমনীতে রু সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার পরে ঘটে। অক্সিজেনের অভাবে মস্তিষ্কের স্নায়ুকোষগুলি মারা যাওয়ার সাথে সাথে মস্তিষ্কের সেই অঞ্চল দ্বারা নিয়ন্ত্রিত সব রকম রিফ্লেক্স, স্নায়ু নিয়ন্ত্রিত চলাফেরা, স্মৃতি, সূক্ষ্ম অনুভূতি, চেতনার সব কটি প্লাটফর্ম ধ্বংস হয়ে যায়। রাখা হয়েছেন ইনভেসিভ ভেন্টিলেশনে। সিটি স্ক্যানে নিউমােনিয়ার প্যাচ ধরা পড়েছে। তবে তাঁর করােনা রিপাের্ট নেগেটিভ। জানা গিয়েছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ায় বুধবার তাঁকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুপুর ১.৫০ নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে হাসপাতালের ফ্ল-ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চালানাে হয়। জানা গিয়েছে, তাঁর শরীরে তবে অবস্থা সঙ্কটজনক রয়েছে বলেই জানা গেছে। হাসপাতাল সূত্রে।