ভবানীপুরের জৈন মন্দিরে পুজো দিয়ে প্রচারে মমতা
একদিন ভোট দিন ৫ বছর নিশ্চিন্তে

0

Last Updated on September 23, 2021 11:51 PM by Khabar365Din

৩৬৫ দিন।‌ তিনি একা নন, গোটা বাংলার মানুষ মমতার সঙ্গে আছে তা বারবার প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার ভবানীপুরের জৈন মন্দিরে পুজো দিয়ে পদ্মপুকুরের প্রচার সভায় দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে মমতা যা বললেন,

১. ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু হয়। মনে রাখবেন বি-তে ভবানীপুর, বি থেকেই ভারতবর্ষ। একদিনের জন্য ভোট দিন, আগামী ৫ বছর নিশ্চিন্ত থাকুন। আমি একা নই আমি একশ। সবাইকে নিয়েই সম্পূর্ণ।

২. ২০১১ র পুনরাবৃত্তি ২০২১ এ।হয়ত এটাই নিয়তি। তুমি ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হবে আর রাজ্য দেখবে, ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হবে আর দেশ দেখবে।

৩. কেউ হয়তো ভাবতেও পারেনি তৃণমূল এত ভোটে জিতবে। অনেকে চলেও আসছেন। 50 আসনে বিজেপি গায়ের জোরে জিতেছে। হিসেব মত ৩০ আসন ও পায় না।

৪. বিধায়ক না হলে মুখ্যমন্ত্রী থাকা শোভনীয় হবে না। আমাদের দলে মুখ্যমন্ত্রী হওয়ার লোকের অভাব নেই। দলের সংখ্যাগরিষ্ঠতা আছে, আমাকে দেখতে হলে তাই সবাই ভোট টা দেবেন। সর্বত্র গণতন্ত্র বজায় রাখতে হলে আমাকে ভোট দিন। আপনাদের ভোট আমায় জেতাবে।

৫. ওরা বলে আমরা পুজো করতে দিই না। সব মিথ্যে কথা। ত্রিপুরায় দীপাবলি পর্যন্ত ১৪৪ ধারা জারি করে রেখেছে। তবে ওখানে দুর্গাপূজা হবে কী করে?

৬. ভবানীপুরে ৯৯. ৯৯ শতাংশ মানুষের ভ্যাকসিনেশন হয়ে গেছে। কলকাতায় ৮০ শতাংশের বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে সাড়ে ৫ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আরো ভ্যাকসিন আমরা কেন্দ্রের কাছে চেয়েছি।

৭. বৃষ্টির পূর্বাভাস আছে। কিন্তু ভোটের দিন বৃষ্টি হলেও ছাতা মাথায় দিয়ে নিজের ভোটটি দিয়ে আসতে হবে।

৮. নন্দীগ্রামে মনোনয়নের দিনই জোর করে আহত করা হয় আমাকে। পায়ে চোট, তাও হুইলচেয়ারে প্রচার করেছি। কিন্তু বাংলার মা-মাটি-মানুষ আমার সঙ্গে ছিল।

৯. অনেক অত্যাচার করেছে ওরা, বিজেপি ডেলি প্যাসেঞ্জারি করেও কিছু করতে পারে নি। মানুষ আমাদের জিতিয়েছেন।

১০. ওরা কারচুপি করেছে। নন্দীগ্রামে ওরা কারচুপি করেছে, কোর্টে প্রমাণিত হবে। যতদিন বাঁচব, কোনও খারাপ কিছু ভাবব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here