মমতা’র হুঁশিয়ারি বাংলার মাটিকে গুজরাত বানাতে দেব না

0

Last Updated on December 24, 2020 8:05 PM by Khabar365Din

৩৬৫ দিন। বাংলার মাটিকে ভাগ হতে দেব না, বাংলাকে গুজরাত হতে দেব না- বাংলায় জাতি-ধর্ম-বর্ণ বিভেদের যে বিষ বিজেপি বপন করে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদে সােচ্চার হয়ে একথাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার উত্তীর্ণতে বাংলা সংগীত মেলা ও বিশ্ব বাংলা লােকসংস্কৃতি উৎসবের উদ্বোধনী মঞ্চে বাংলার লােক সংস্কৃতির একাধিক শিল্পীকে সঙ্গীত সম্মানে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। লােকসংস্কৃতির ধারক ও বাহকদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মাটিকে ভাগ করতে দেব না। মানবজাতিকে ভাগ হতে দেব না। আপনারা নিজেরা দৃঢ় হয়ে লড়াই করুন। পরিবারকে ভাগ করতে দেবেন না।বাংলার মাটি থেকেই সকলে উঠে এসেছে। এই মাটিকে রক্ষা করবই। আপনারা লােকপ্রসার শিল্পীরা তাে সব মাটির লােক, চলুন এ মাটিকে রক্ষা করি। বাংলার আশে পাশে কেউ আসতে পারবে না। বাংলাকে ছােট করে দেখানাের চেষ্টা হলেও, বাংলার মান পৃথিবীর শীর্ষে আছে। নােবেল প্রাইজ থেকে শুরু করে সবই বাংলা থেকে এসেছে। বাংলাকে গুজরাত হতে দেবাে না।প্রসঙ্গত এদিনই, যে ২১ জন সঙ্গীত শিল্পীকে সঙ্গীত সম্মান দেওয়া হয়েছে তারা অধিকাংশই লােকসংগীত শিল্পী। বাংলার লােকসংগীত শিল্পীদের পাশে দাড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ২ লক্ষ লােক শিল্পীরা আমাদের সম্পদ। বাউল ফকির থেকে শুরু করে ভাওয়াইয়া- সম্প্রীতির সবথেকে বড় জায়গা হল সঙ্গীত। সুরের মধ্যে কোন ভেদাভেদ থাকে না। তেমনি মানবজাতির মধ্যে কোন ভেদাভেদ নেই। সঙ্গীত এর মঞ্চ বিভাজন কে বিশ্বাস করে না। মানব জীবনে কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ বা খ্রিস্টান। আমাদের শুধু চেহারা আলাদা, কিন্তু আসলে আমরা সবাই একালােকপ্রসার শিল্পীরা, আপনারা বেশি করে সরকারি কাজের প্রচারের সময় দিন। তাহলে আপনাদের রােজগার বাড়বে। আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে ৬৩০ টি মেলা করব। রাজ্যের লােক প্রসার শিল্পীরা অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, মেলা উপলক্ষে আগামী ৮ দিন ৫হাজার শিল্পী সঙ্গীত মেলায় অংশগ্রহণ করবেন। প্রসঙ্গত, রাজ্যের দু’লক্ষ লােকপ্রসার শিল্পীকে বার্ষিক আর্থিক অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার। সরকারি অনুষ্ঠানে শিল্পীদের কাজের সুযােগ করে দিয়ে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়েছে বাংলার সরকার। পাশাপাশি এদিন করােনা সংক্রমণ প্রতিহত করতে মাস্ক ব্যবহারের কথা আছেমনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, করােনা তার ক্যারেক্টার চেঞ্জ করছে। ইউকে থেকে ফ্লাইট এসেছে কলকাতায়, দুজন আক্রান্ত ছিলেন। আপনারা ঠিক ভাবে মাস্ক পড়ুন। এখন ঠান্ডা পড়েছে, গরমের পােশাক স্যানিটাইজ করে নিন। মােবাইল ফোনে ড্রপলেট থাকে, স্যানিটাইজ করে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here