Mamata Banerjee: বারাণসী থেকে ফেরার পথে বিমান বিভ্রাট, রুট ক্লিয়ারেন্স ছিল? ক্ষুব্ধ মমতা

0

Last Updated on March 4, 2022 11:58 PM by Khabar365Din

৩৬৫ দিন। ফের মমতার (Mamata Banerjee) প্লেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী। উত্তর প্রদেশ থেকে ফেরার পথে কলকাতা এয়ারপোর্টের (Kolkata Airport) এয়ার স্পেসে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো মুখ্যমন্ত্রীর চার্টার্ড প্লেন। বিমানবন্দর ও নিরাপত্তা সূত্রে জানা গেছে এদিন ২.২৭ মিনিট নাগাদ প্লেনে ওঠেন তিনি। প্লেনটি যখন কলকাতা বিমানবন্দরের এলাকায় মাঝ আকাশে তখন ১০ সিট বিশিষ্ট প্লেনটি আচমকা এয়ার টার্বুলেন্স (Air Turbulence) এর মধ্যে পড়ে যায়। ৫ সেকেন্ড এর মধ্যে প্রায় কয়েকশো ফিট নিচে নেমে আসে বিমানটি। তারপর অবশ্য ফের আরেকবার তা তার নিজস্ব উচ্চতায় ফিরে যায়।

তারপর অবশ্য নিরাপদে বিমানবন্দরে নেমে আসে বিমানটি। কিন্তু পরিষ্কার আবহাওয়াতে হওয়াতে এই ধরণের বিভ্রাট যে কোনো মুহূর্তে বিপদ হতে পারতো। এই ঘটনায় চরম ক্ষুব্ধ মমতা। তিনি জানতে চান তার এই যাত্রাপথের সঠিক ক্লিয়ারেন্স ছিল কিনা। এই ঘটনার তদন্ত চেয়েছে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষও। তিনি বলেন মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ লোকের প্লেনেই কিভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত হওয়া দরকার। অন্যদিকে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে এই ঘটনাটা আবহাওয়ার খামখেয়ালিপনাতে হয়। ওই প্লেনের রুট ক্লিয়ারেন্স ছিল বলেও জানানো হয়েছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে তৃণমূলের একাধিক নেতা। তারা জানিয়েছেন বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এই ঘটনা গভীর উদ্বেগের। তাই পুরো বিষয়টি নিয়েই পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার বলেই মনে করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here