Last Updated on March 21, 2023 6:43 PM by Khabar365Din
৩৬৫ দিন। কেন্দ্র সরকারের একনায়কতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে ২৯ তারিখ বেলা ১২:০০ টায় আম্বেদকর মূর্তির কাছে ধরনায় বসব। আম্বেদকর মূর্তি সামনে মুখ্যমন্ত্রী হিসেবে ধরনায় বসব। দুইদিন ধরনা চলবে ৩০ তারিখ সন্ধ্যায় ধরনা শেষ হবে। এই আন্দোলন ব্লক স্তরে ছড়িয়ে দেওয়া হবে।
অখিলেশ যাদবের পর নবীন পট্টনায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে:-
এটা সংগঠিত বিরোধীদের বৈঠক নয়। এটি ব্যক্তিগত এবং সৌজন্য সাক্ষাৎ। নবীন পট্টনায়ককে আমি বলেছিলাম যখন উড়িষ্যা যাব তখন আপনার সঙ্গে দেখা করব। ২৩ তারিখ আমি ওনার সঙ্গে দেখা করব। আগামীকাল পুরীর জগন্নাথ মন্দিরের পুজো করব। পরশুদিন তার সঙ্গে সাক্ষাৎ করব। পর আমি কলকাতায় ফিরে আসব। শুক্রবার বীরভূমের ব্লক স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করব। পর অঞ্চল স্তরের নেতাদের সঙ্গে বৈঠক হবে। এরপর কুমার স্বামীর সঙ্গে সাক্ষাতের বিষয় রয়েছে। তিনি বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করবেন।
কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গে:-
এবারেও বাংলাকে এক টাকা দেওয়া হয়নি। একমাত্র রাজ্য বাংলা যাকে কিছুই দেওয়া হয়নি। আবার শুনেও এক পয়সা দেয়নি। আগের টাকাও দেয়নি। ৫৫ লক্ষ বাড়ির টাকা বকেয়া আছে। ১১ লক্ষ বাড়ি আমরা তা সত্ত্বেও করছি। রাস্তার টাকা এখনো পর্যন্ত ছাড়েনি। ১২ নতুন রাস্তা গ্রামে আমরা করছি। সেগুলো আমরা নিজেদের টাকা থেকে করছি। আমি নিজে ১০০ দিনের কাজের ব্যাপারে রাস্তা ও আবাসনের ব্যাপারে কেন্দ্র সরকারের কাছে দরবার করেছি। বিভিন্ন প্রকল্প খাতে আমরা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা পাই। আমি নিজের প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছি। ছয় মাস আগে অমিত শাহ এখানে মিটিং করতে এসেছিলেন আমি তাকেও বলেছি। তাদের সবাইকে বারবার চিঠি লেখা হয়েছে। বার বার বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছি কিছু টিম পাঠিয়ে দিচ্ছে বিজেপির কথায়। কোন কিছু না থাকলেও মনে হচ্ছে সিবিআইইডি বিভিন্ন এজেন্সি কর্তারা যেন বিজেপির লোকাল প্রেসিডেন্ট বা লোকাল লিডার ওরা ইডির প্রেসিডেন্ট হয়ে গেছে। কিভাবে দেশ চলছে এইভাবে দেশ চলতে পারে না।