Mamata Banerjee: মমতা জানালেন, আঘাত অপারেশন সত্ত্বেও ১৭ জুলাই ব্যাঙ্গালুরুতে বিরোধী কনক্লেভে যাবেনই

0

Last Updated on July 4, 2023 8:57 PM by Khabar365Din

৩৬৫ দিন। তাঁর পায়ে এখনো চোট রয়েছে, চোট রয়েছে কোমরেও। চিকিৎসকদের পরামর্শে নিয়মিত বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে ফিজিওথেরাপি করাতে হচ্ছে। চোট লাগার কারণে করাতে হবে একটি অপারেশনও। কিন্তু এত কিছু উপেক্ষা করে, পায়ে ও কোমরে চোট লাগা সত্ত্বেও, আগামী ১৭ জুলাই ব্যাঙ্গালোরে বিরোধী কনক্লেভের বৈঠকে যোগ দেবেনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা। প্রসঙ্গত, পাটনায় বিরোধী কনক্লেভের প্রথম বৈঠক সফল হওয়ার পর ভাজপা বিরোধী সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে বিরোধী কনক্লেভের দ্বিতীয় বৈঠক হওয়ার কথা ছিল সিমলায়। কিন্তু এই মুহূর্তে বর্ষাকালে সিমলায় সকল অভাজপা নেতৃত্বদের নিয়ে বৈঠক করা সম্ভবপর নয়, সেখানকার খারাপ আবহাওয়ার কারণে। তাই সিমলার বদলে দ্বিতীয় বিরোধী কনক্লেভের বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছে কর্ণাটকের ব্যাঙ্গালোরে।

পায়ে আর কোমরে চোট উপেক্ষা করে বিরোধী কনক্লেভের দ্বিতীয় বৈঠকে যোগ দিতে ব্যাঙ্গালোর যাবেনই মমতা। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের প্রচারে জলপাইগুড়ির জনসভা শেষ করে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে গাজোলডোবার কাছে বৈকুন্ঠপুর জঙ্গলের ওপরে প্রবল ঝড় বৃষ্টির মাঝে পড়ে গিয়ে সেবকের সেনা এয়ারবেসে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারকে জরুরি অবতরণ করতে হয়। মুখ্যমন্ত্রী পায় এবং কোমরের চোট লাগে। সোমবার বীরভূমের দুবরাজপুরে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং হুগলির গোঘাট বিধানসভায় মন্ত্রী অরূপ বিশ্বাসের টেলিফোন থেকে ভার্চুয়ালি জন সমাবেশে বক্তব্য রাখেন মমতা। টেলিফোনে জনতার উদ্দেশ্যে মমতা বলেন, ‘আমার আর আট দশ দিন সময় লাগবে তারপর আমি বেরোতে পারব। আমাকে ভুল বুঝবেন না। আমাকে এখনই চার ঘন্টা থেরাপি করতে হবে। আমার হাঁটুতে আর কোমরে চোট আছে।

ফিজিওথেরাপি করার মাঝেই ছোট একটা মাইনর অপারেশন আছে। চিন্তা করবেন না, এগুলো করিয়ে নিয়েই আমি রাস্তায় বেরিয়ে পড়ব। আমি মানসিকভাবে সুস্থ আছি, শারীরিকভাবেও সুস্থ আছি। হাটুতে আমার খুব জোর লেগেছে, হাঁটুটা বসে গেছে। আর কোমরেও লেগেছে লাফাতে গিয়ে। তাই এই চোটটা আমি পেয়েছি।আর ৩০ সেকেন্ড হলেই হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এই অবস্থায় আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় প্রাণে বেঁচেছি। দুর্ঘটনা হলে যে মানুষটা মরে যেতে পারত, তার সম্পর্কেও বিরোধীরা অপপ্রচার করছে। আমি বিচার চাইব জনগণের কাছে। জানিনা এর মধ্যে আরও কিছু আছে কিনা।’ প্রসঙ্গত, মমতার দুর্ঘটনার ঘটার কিছুক্ষণের মধ্যেই ভাজপা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামরাম জোট একযোগে মমতার দুর্ঘটনা নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য করেন। সুকান্ত মজুমদার বলেন, ‘ভোট এলেই কেন বারবার পায় আঘাত পান মুখ্যমন্ত্রী? বারবার পায়ে আঘাত মানে শুভ লক্ষণ নয়।

প্রধানমন্ত্রী যা বলছেন, তাতে মুখ্যমন্ত্রীর উচ্চ রক্তচাপ বাড়ার কথা ছিল।’ রামের সুরেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘মাটিতে পা রেখে চলতে শিখুন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে দুর্ঘটনা কেন হয়?’ একইভাবে দুর্ঘটনা নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেছিলেন ভাজপা নেতা শুভেন্দু অধিকারীও। সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী ও মহম্মদ সেলিম বাংলার মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা নিয়ে যে কায়দায় তাঁকে আক্রমণ করেছিলেন তার চরম বিরোধিতা করে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন, ‘ সুকান্ত মজুমদার ও মহম্মদ সেলিম প্রমাণ করলেন তারা একই বৃন্তে দুটি কুসুম। মুক্তোর মালা সবার গলায় মানায় না।

রাজনৈতিক নেতা হতে গেলে কিছু শালীনতা ও সৌজন্য শিখতে হয়। কারো অসুখ বা আঘাত নিয়ে কুরুচিকর মন্তব্য না করার শিক্ষা তারা পাননি। দুর্ভাগ্যজনক, তারা একেকটি দলের রাজ্য প্রধান। ছিঃ।’ প্রশাসনিক সূত্রের খবর, এই মুহূর্তে মমতাকে চিকিৎসকেরা এক বিশেষ নিক্যাপ পড়ার পরামর্শ দিয়েছেন, যতদিন পর্যন্ত না তাঁর অপারেশন হচ্ছে। চিকিৎসকেরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কে হাটা চলা না করে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। নিয়মিত মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি চলছে।একজন করে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ সহ চিকিৎসকদের এক টিম নিয়মিত মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছেন। এরপরেও সবকিছু উপেক্ষা করে লোকসভা নির্বাচনে দেশের মানুষের স্বার্থে ভাজপা সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী কনক্লেভের বৈঠকে যোগ দিতে আগামী ১৭ জুলাই ব্যাঙ্গালোর যাচ্ছেন মমতা।