Last Updated on September 10, 2023 6:47 PM by Khabar365Din
৩৬৫ দিন। বাংলায় বিনিয়োগ আনার জন্য স্পেন তথা ইউরোপের শিল্পপতিদের কাছে বাংলার শিল্প সম্ভাবনা তুলে ধরতে আগামী সপ্তাহেই স্পেন সফরে যাচ্ছেন মমতা। সেখান থেকে তাঁর যাওয়ার কথা দুবাই। তবে স্পেনে যাওয়ার পিছনে মূল কারণ রয়েছে তিনটি আমন্ত্রণ। গত বছর ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত কলকাতায় এসে মমতাকে নিজের আমন্ত্রণ জানিয়েছিলেন স্পেন সফরে যাওয়ার জন্য। সেই সময়ে মমতা জানিয়েছিলেন যখন সুযোগ হবে তিনি অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। এরপরেই কিছুদিন আগে মমতাকে স্পেন সফরে যাওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানায় ভারতে ইউরোপের শিল্প সংস্থাগুলির বিনিয়োগের প্রধান সংগঠন ইউরোপ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স বা ইআইসিসি। সেই সঙ্গে বাংলায় কিভাবে ধর্মঘট এবং কর্ম বিরতির সংস্কৃতিকে বদলে ফেলে অতিরিক্ত শ্রম দিবস তৈরির পাশাপাশি ভারতের সেরা তথ্যপ্রযুক্তি হাব হিসেবে বাংলাকে গড়ে তুলেছেন মমতা, তা জানতে তাকে বিশেষ অতিথি হিসেবে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান ও শিল্পপতিদের নিয়ে আয়োজিত গ্লোবাল লিডারস সামিটে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে স্পেনের প্রথম সারির বিশ্ববিদ্যালয় আই ই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট দ্য এম্প্রেসো।
তবে শুধুমাত্র স্পেনের নয়, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিপ্লোম্যাটিক রিলেশন নিয়ে পড়াশোনার ক্ষেত্রে গোটা পৃথিবীর প্রথম ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণ্য করা হয় স্পেনের মাদ্রিদ শহরে অবস্থিত আই ই ইউনিভার্সিটিকে। সম্প্রতি হাজার বছরের প্রাচীন স্মৃতি বিজড়িত মাদ্রিদ শহরের উপকণ্ঠে নতুন ক্যাম্পাস তৈরি করেছে আইই ইউনিভার্সিটি। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিশেষভাবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিপ্লোম্যাটিক রিলেশন এর পাশাপাশি বিভিন্ন বিষয় প্রশিক্ষণ নিতে আসেন বিশ্বের বহু দেশের রাষ্ট্রদূতরাও। যেমন কলম্বিয়ার বর্তমান রাষ্ট্রপতি রাষ্ট্রদূত থাকাকালীন ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ নিয়ে পড়াশোনা করেছেন এই বিশ্ববিদ্যালয়ে।
মমতার সম্পর্কে বিশেষভাবে খোঁজখবর নেওয়ার পরে আই ই ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক রিজিয়নের রিজিওনাল ডিরেক্টর অ্যান্ডি জিয়াং মমতাকে পাঠানো আমন্ত্রণ পত্রে লিখেছেন, ফোর্বসের সংস্থার পক্ষ থেকে বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় থাকার পাশাপাশি ব্লুমবার্গ মার্কেট লিস্টে বিশ্বের অর্থনীতিকে নিজেদের কৃতিত্বে বদলে দেওয়ার জন্য সেরা ৫০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় যেভাবে আপনাকে বেছে নেওয়া হয়েছে, তারপরে আমাদের ছাত্র-ছাত্রীরা এবং ফ্যাকাল্টিরা বিভিন্ন সামাজিক প্রকল্পের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে উন্নত করার জন্য আপনার বিভিন্ন যুগান্তকারী প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানতে আগ্রহী। যদিও আইই ইউনিভারসিটির মত প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন বিরল সম্মান পাওয়ার পরেও সেখানে গ্লোবাল লিডার সামিটে মমতা উপস্থিত থাকতে পারবেন না বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। কারণ যে সময় আই ই ইউনিভার্সিটি অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, সেই সময় ইউরোপের বণিক সংগঠন গুলি ও ইউরোপ ইন্ডিয়া চেম্বার অব কমার্স বা ইআইসিসি মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলায় বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর জন্য। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় খুব সম্ভবত এই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মমতা যেতে পারবেন না বলেই জানা গিয়েছে।
কারা এই ইআইসিসি
ইউরোপ ইন্ডিয়া চেম্বার অব কমার্স মূলত গোটা ইউরোপ জুড়ে যতগুলি বণিক সভা রয়েছে এবং যতশিল্প ও সংস্থা রয়েছে তারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে চাইলে মূলত এই সংস্থার মাধ্যমে ভারত সরকার অথবা সংশ্লিষ্ট রাজ্যের সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি যে দেশের শিল্পপতিরা বিনিয়োগ করতে চান সেই দেশের সরকারের মধ্যে আলোচনা করে বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় আইনি প্রক্রিয়া সমাধানের দায়িত্ব পালন করে আসছে ইউরোপিয়ান শিল্পপতিদের এই সংস্থা। গত জুলাই মাসে ইউরোপ ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের মহাসচিব বাংলার মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে চলতি মাসেই অর্থাৎ সেপ্টেম্বরের 12 তারিখ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মাদ্রিদে আয়োজিত আন্তর্জাতিক বিজনেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ করেন। প্রসঙ্গত মমতাকে এই আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানালেও সাধারণত ইউরোপ ইন্ডিয়া চেম্বার অব কমার্স বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরই প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। তবে ব্যতিক্রম হিসেবে মমতাকে আমন্ত্রণ জানানোর কারণ হিসেবে তাদের আমন্ত্রণ পত্রে তুলে ধরা হয়েছে যেভাবে রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে মমতার মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প গোটা পৃথিবীর ৬২ দেশের ৫৫২ সামাজিক প্রকল্পের মধ্যে থেকে সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছিল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কচ সেরা মুখ্যমন্ত্রী পুরস্কার পেয়েছেন মমতা, তার জন্যেই ইউরোপের বণিক সভা গুলি মমতার বক্তব্য শোনার জন্য ভীষণভাবে আগ্রহী।
বাংলায় বিনিয়োগে আগ্রহী স্পেন তথা ইউরোপ
মমতাকে আমন্ত্রণপত্রে ইআইসি-সের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে এই মুহূর্তে ২৮০ স্প্যানিশ সংস্থা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে। তবে বাংলায় সম্প্রতি মমতার শাসনে যে শিল্পবান্ধব এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে তার জেরে অটোমোবাইল, অপ্রচলিত শক্তি, ইনফ্রাস্ট্রাকচার সহ বিভিন্ন ভারী শিল্প এবং টানেল ও মেট্রো স্টেশন তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলায় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের বিভিন্ন শিল্প সংস্থা।
মমতার বক্তব্য শুনতে আগ্রহী ইন্ডিয়ান ডায়াসপোরা
ইউরোপ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স মমতাকে পাঠানো চিঠিতে বিশেষভাবে উল্লেখ করেছে টেনে এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে অন্তত ৭০ ভারতীয় সংস্থা। যার মধ্যে মূলত রয়েছে সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি শিল্প, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল এবং টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প। সেখানে কর্মরত রয়েছেন বহু প্রবাসী ভারতীয়। এছাড়াও স্পেনে যে ইন্ডিয়ান ডায়াসপোরা রয়েছে, প্রবাসী ভারতীয়দের নিয়ে তৈরি সেই ইন্ডিয়ান ডায়াসপোরা মমতার বক্তব্য শুনতে ভীষণভাবে আগ্রহী। মমতাকে প্রধান বক্তা হিসেবে রেখে তারা মাদ্রিদ শহরে ইন্ডিয়ান ডায়াসপোরার পক্ষ থেকে একটি সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে চান বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।