করোনা ৩.০ ঠেকাতে মুখ্যমন্ত্রীর আন্তর্জাতিক বৈঠক, নোবেলজয়ী অভিজিতের অভিযোগ, কেন্দ্র পর্যাপ্ত ভ্যাক্সিন সরবরাহে ব্যর্থ

0

Last Updated on August 5, 2021 11:08 PM by Khabar365Din

৩৬৫ দিন। প্রতিশ্রুতিমত সারাদেশে টিকার যোগান দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার।বৃহস্পতিবার রাজ্য সরকারের গড়া গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের বৈঠকে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে এ কথাই জানালেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অভিজিৎ বন্দোপাধ্যায় বললেন, ‘কেন্দ্রীয় সরকার রাজ্যবাসীর জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের সংস্থান করতে ব্যর্থ। ব্যাহত হচ্ছে রাজ্যের টিকাকরণ প্রক্রিয়া।প্রতিশ্রুতিমতো টিকার পরিমাণ জোগাতে পারছে না কেন্দ্র। দেশে পর্যাপ্ত টিকা নেই। প্রসঙ্গত, বৈঠক উপলক্ষে আন্তর্জাতিক প্রোটোকল মেনে নবান্নতে মুখ্যমন্ত্রীর ঘর সাজানো হয়। কেন্দ্রের ভ্যাকসিন বন্টন নীতির তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেন, গুজরাতের জনসংখ্যা বাংলার প্রায় অর্ধেক, অথচ ওরা বেশি টিকা পেয়েছে। সব রাজ্য টিকা পাক, কিন্তু যেন কোনও বৈষম্য না হয়। বাংলা সীমান্তবর্তী রাজ্য, তাই গুরুত্ব দেওয়া হোক। করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে নোবেলজয়ী অর্থনীতিবিদের বক্তব্য, তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে পর্যাপ্ত অক্সিজেনও রয়েছে। মানুষকে সচেতন করতে হবে। যাতে শরীর খারাপ হলেই আগে থেকে চিকিৎসা শুরু করা যায়। পরীক্ষার ব্যবস্থা আছে। গ্রামে গ্রামে আশা কর্মী, চিকিৎসকরা রয়েছেন। সামান্য অসুস্থ বোধ করলেই চিকিৎসকের পরামর্শ নিন। অসুখ বাড়লে হাসপাতালে গেলে তখন সামলানো সমস্যা হতে পারে। পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পরে স্কুল খোলার চিন্তাভাবনা রয়েছে সরকারের।
রাজ্য পর্যাপ্ত ভ্যাকসিন পাচ্ছে না, এই অভিযোগ করে এদিনই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাতের মতো রাজ্যগুলিকে বেশি পরিমাণ টিকা দেওয়া হচ্ছে। কিন্তু বঞ্চিত রাখা হচ্ছে বাংলাকে।দেশবাসীকে বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার বিষয়টি প্রথম কেন্দ্রের নজরে এনেছিল বাংলা। কিন্তু দীর্ঘ সময় কেন্দ্রের তরফে তার কোনও জবাব পাওয়া যায়নি। এমনকী, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে টিকা নির্মাণকারী সংস্থাগুলি থেকে সরাসরি টিকা কেনার জন্য কেন্দ্রের থেকে অনুমতি চেয়েছিল রাজ্য। কিন্তু কেন্দ্রের সরকার সেই আবেদনেরও কোনও জবাব দেয়নি। আমরা বর্তমানে দিনে ৪ লাখ টিকা দিচ্ছি। কিন্তু রাজ্যের কাছে দিনে ১১ লাখ ডোজ কোভিড টিকা দেওয়ার সামর্থ রয়েছে। কেন্দ্র বাংলাকে পর্যাপ্ত টিকা না দিলেও বিজেপি শাসিত রাজ্যগুলিকে টিকা দিচ্ছে, অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর আশ্বাস সত্বেও এখনও টিকা সমস্যার সমাধান হয়নি, তা চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here