৮ জেলার বন্যায় সেনা তলব, মুখ্যমন্ত্রীর হুংকার, ম্যান মেড বন্যা এটা পাপ, অপরাধ

0

Last Updated on October 2, 2021 12:00 AM by Khabar365Din

৩৬৫ দিন। বৃষ্টিপাত তেমন হল না, কিন্তু ডিভিসির ছাড়া জলে গোটা বাংলার দক্ষিণবঙ্গ প্রায় ভেসে গেল। ফের একবার এই ঘটনার সাক্ষী থাকল বাংলা, যার তীব্র প্রতিবাদ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার মুখ্যমন্ত্রী যা বললেন,

হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা মোকাবিলায় নামল কেন্দ্রীয় বাহিনী। ছবি: পাপ্পা গুহ

১. আগামীকাল আমি নিজে ক্ষতিগ্রস্ত এলাকা এরিয়াল ভিজিট করব।

২. জল ছাড়ার জন্য আসলে এই বন্যা হয়েছে। ম্যান মেইড ফ্লাড। ভোর রাতে হঠাৎ করে যদি কেউ জল ছেড়ে দেয়, তাহলে সাধারণ মানুষ ঘুমন্ত অবস্থায় মরে যাবে না! এটা পাপ, এটা ক্রাইম, এটা অন্যায় হচ্ছে আমাদের সাথে।

৩. গতকাল ওরা রাজ্যকে না জানিয়ে এক লক্ষ কিউসেক জল ছেড়েছে।

৪. প্রাকৃতিক ভাবে বন্যা হলে, তাহলে একটা কথা ছিল। ‌ এটাতো ম্যান মেইড বন্যা। ডিভিসির ভুলের জন্য এই বন্যা হয়েছে।

৫. ডিভিসির ভুলের জন্য বারবার একইভাবে বন্যা হচ্ছে বাংলায়।

৬. আজ বাঁকুড়া জেলা পুরো ডুবে গেছে, পুরুলিয়ার অনেকটা অংশ ডুবে গেছে। ‌আসানসোলে বিপুল জল ছিল, খানিকটা জল কমেছে। বর্ধমান পূর্ব অনেকটাই ভাসছে। ‌ওই জল আসছে হাওড়া হুগলিতে। বিশেষ করে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, হাওড়া, হুগলি।‌ ঝাড়গ্রামে আজ খানিকটা অংশ ডুবে গেছে। ‌ আগামীকাল আমি নিজে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাব।

৭. ডিভিসি দীর্ঘ ৫০ বছর ধরে ওদের জলাধার গুলিকে পরিষ্কার করে না। কোন ড্রেজিং করে না, ফলে ওদের খেসারত আমাদের দিতে হচ্ছে। এটা খুব অন্যায়, আমি বারবার করে এর প্রতিবাদ করছি। তীব্র প্রতিবাদ করছি।

৮. গত পরশুদিন (বুধবার) জল ছাড়ার পর থেকেই আমি ও মুখ্যসচিব সব সময় বিষয়টির ওপর নজর রেখেছি। সব রিলিফ ক্যাম্প চালু করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন ভাল কাজ করছে।

৯. রাজ্যের মন্ত্রীদেরও আমি উদ্ধারকার্যে যুক্ত করছি।

১০. পুজোর আগে এরা (ডিভিসি) বন্যার মত যে পরিস্থিতি তৈরি করেছে তার জন্য আমরা খুবই দুঃখিত ও মর্মাহত।

১১. ঝাড়খন্ডে বন্যা হলে আমাদের রাজ্যে জল ঢুকে পড়ছে। বিহারে বন্যা হলে আমাদের রাজ্যে জল ঢুকে পড়ছে। ডিভিসি যদি ওদের পুরনো ড্যাম গুলিকে পরিষ্কার করে তাহলে জলাধারে অনেক জল ধরতে পারে। মাইথন পাঞ্চেত সহ একাধিক জায়গায় ২ লক্ষ কিউসেক জল ধরে রাখতে পারে। কিন্তু ওরা দীর্ঘ বছর ধরে জলাধার গুলিকে পরিষ্কার করে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here