Last Updated on October 5, 2021 11:21 PM by Khabar365Din
৩৬৫ দিন। ‘নতুন যারা লিখছো, যারা লিখে রোজগার করার কথা ভাবছ, তাদের বলি, তোমরা ভালো লাইনে আসনি। বাংলায় শুধু লিখে উপার্জন করতে পারাটা খুব মুশকিল।’ ভবিষ্যতের তরুণ লেখকদের প্রতি কী অসাধারণ সহজ বাক্য, আরও সহজতর করে বলা। কিংবা ‘ভালই তো লাগছে। এই বয়সে জীবন থেকে আর কী বা পাওনা থাকতে পারে! তবুও পেলাম’। তাঁর ‘একা একা একাশি’ গ্রন্থের জন্য সাহিত্য অকাডেমি পুরস্কার প্রসঙ্গে এমন নির্লিপ্ত উত্তর বোধহয় গোটা বাংলা সাহিত্যে এই মুহূর্তে তিনি একাই দিতে পারেন। তিনি বিশিষ্ট সাহিত্যিক শংকর।
এবার অসুস্থতার কারণে দিল্লিতে গিয়ে পুরস্কার নিতে পারেননি। তাই মঙ্গলবার কলকাতার সদর দফতরে শংকরের হাতে সাহিত্য আকাদেমির পুরস্কার তুলে দেন আরেক বিশিষ্ট সাহিত্যিক সুবোধ সরকার। অনুষ্ঠানে উপস্থিত দেজ পাবলিশিং এর কর্ণধার সুধাংশু দে। শংকর বলছিলেন কীভাবে তিনি একের পর এক জনপ্রিয়তম উপন্যাস লিখে গেছেন, এর কোনো ফর্মুলা হয়না, কিন্তু লেখার পর কোথাও ভাল লাগার রেশ থেকে গেলে, লেখায় তা ফুটে ওঠে। অচেনা অজানা মানুষের ভালোবাসা থেকে জীবনের অনেক রসদ পেয়েছেন শংকর, যা তাঁকে জীবনের আরও কাছাকাছি নিয়ে গেছে। যে কারণে সম্ভব হয়েছে, হাওড়ার এঁদো গলিতে বসে হারিকেনের আলোয় ‘চৌরঙ্গী’-র সাহেবপাড়ার সম্পর্কের জটিলতা।