জাপানসহ সারা বিশ্বের ছড়িয়ে আছে অসংখ্য শিষ্য, বাউল গুরু গায়ক সাধন দাশ বৈরাগীর জীবনাবসান

0

Last Updated on July 24, 2023 7:44 PM by Khabar365Din

এই মুহুর্তে বলা যেতে পারে যে তিনিই ছিলেন শেষ একমাত্র প্রাচীন পদকর্তা ও একজন কমপ্লিট মিউজিসিয়ান যার ধারে-কাছে আর কাউকে দেখতে পাচ্ছি না। বিগত চার দশক ধরে পরিচয় এই বাউলগুরুর সঙ্গে। সত্তরোর্ধ্ব এই সাধন দাস বিগত দুই তিন মাস ধরে ক্যান্সার রোগে শয্যাশায়ী ছিলেন। সদাহাস্য আনন্দকাতর মানুষটি চলে গেলেন।সপাতাহ গানেক আগেই দেখা করতে এসেছিলাম। প্রায় বিছানার সাথে মিশে গেছেনতখন। কথা জড়িয়ে যাচ্ছে। স্মৃতির সঙ্গে পাল্লা দিতে পারছেন না।

কম বয়সে দেখেছি ওনাকে। কি অক্লান্ত সংগ্রামসাধনায় সারা জীবনই নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বাউলগুরু হরিপদ গোস্বামীর পর এত বিপুল ভক্তজনের সমাবেশ আমি আর কোনও বাউলের ক্ষেত্রে দেখিনি। আমার মতো বেখাপ্পা মানুষকে উনি স্নেহ করতেন বলে বলছি না। দশকের পর দশক তিনি বাউল সমাজকে যে উজ্জীবিত করেছেন তাই নয়, গ্রাম ও শহরের ভক্তবৃন্দকে উদাসীন এক প্রেমের আবহে আবদ্ধ করেছেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
এক সময়ে শান্তিনিকেতনে থাকতেন। শান্তি দেব ঘোষ থেকে গৌর ক্ষ্যাপা সহ আনেকেরই সঙ্গ করেছেন। তাঁর জীবনের দীর্ঘ দিনের সাধনসঙ্গিনী জাপানি সাধিকা মাকি কাজুমিকে তিনি একজন প্রকৃত প্রথম সারির গায়িকা হিসেবে তৈরি করেছিলেন। সাধন দাস বৈরাগ্য দেহ রাখার ফলে বাউল সমাজ প্রকৃত এক বাউল গুরু ও সাধককে হারালো।