Last Updated on July 30, 2023 7:33 PM by Khabar365Din
৩৬৫ দিন। ভয়ঙ্কর অবস্থা মণিপুরের। শান্তি ফেরাতে পদক্ষেপ করুন – মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করে আর্জি ইন্ডিয়ার প্রতিনিধি দলের। মণিপুরের রাজ্যপাল অনুসূয়া উইকে-কে দেওয়া চিঠিতে ২১ বিরোধী সাংসদ লিখেছেন, প্রায় তিন মাস ধরে মণিপুর জ্বলছে। বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জাতি দাঙ্গায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী হয়েছে। রাজধানী ইম্ফল এবং পার্শ্ববর্তী এলাকাতেও যে ভাবে প্রতিদিন সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটছে তাতে অরাজক পরিস্থিতি তৈরী হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উল্টে প্রশাসনের সদিচ্ছা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। গ্রামের পর গ্রামে আগুন জ্বলছে। প্রকাশ্যে গণহত্যা চলছে, মহিলা শিশুদের ওপর নারকীয় অত্যাচার চলছে অথচ প্রশাসন দুর্ভাগ্যজনক ভাবে বাস্তব পরিস্থিতির মোকাবিলা করার বদলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

৫ হাজারের বেশী ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ৬০ হাজার মানুষ গৃহহীন, ৫০০-র বেশী মানুষ জখম, ১৪০ জনের বেশী নিহত হয়েছেন, এই পরিসংখ্যান প্রমাণ করছে সরকার পরিস্থিতি সামলাতে পারছে না। মণিপুরের মানুষকে বাঁচাতে অবিলম্বে রাজ্যপাল হস্তক্ষেপ করুন। আইনের শাসন ফেরানো এবং সম্প্রীতি বজায় রাখতে সবরকম সহায়তা করবে ইন্ডিয়া। দু’দিনের সফরে মণিপুরে আসা সম্মিলিত বিরোধী দলগুলির জোট ‘ইন্ডিয়া’র ২১ জন সাংসদ এ দিন প্রথমে চূড়াচাঁদপুরে যান। কুকিদের দু’টি ত্রাণ শিবির ঘুরে দেখে তাঁরা মইরাংয়ে মেইতেইদের দু’টি শিবির ঘুরে দেখেন। কথা বলেন শিবিরবাসীদের সঙ্গেও। জেনে নেন তাঁদের সমস্যা ও অভিজ্ঞতার কথা।
দলে আছেন সুস্মিতা দেব, গৌরব গগৈ, এ এ রহিম, কানিমোঝি, সন্দোশ কুমার পি প্রমুখ। সুস্মিতা বলেন, মণিপুরের বিপর্যয়ের জন্য দায়ী বিজেপির ডবল ইঞ্জিন সরকার। সেখানকার ঘটনা বিজেপি ও প্রধানমন্ত্রীর মুখোশ খুলে দিয়েছে।
গৌরব বলেন, ‘‘আজ আমাদের বদলে সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রীর মণিপুরে আসা উচিত ছিল। আমরা সানন্দে সেই দলের অংশ হতাম। কিন্তু প্রধানমন্ত্রী ও তাঁর এনডিএ শরিকরা যখন নিখোঁজ, তখন ইন্ডিয়া জোট মণিপুরের মানুষের পাশে দাঁড়িয়েছে।’’ আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা সেই চেষ্টা করছি, যা তাঁর ও তাঁর দলের করা উচিত ছিল।’’