Last Updated on August 3, 2023 6:53 PM by Khabar365Din
৩৬৫ দিন । রাজ্যপালকে দিয়ে রাজ্যের উচ্চ শিক্ষাকে গৈরিকীকরণ করার বিরুদ্ধে এদিন জাতীয় কনভেনশন করলেন দেশের অগ্রণী শিক্ষাবিদরা ।অন্যদিকে উপাচার্য নিয়োগ নিয়ে আদালতে ফয়সালা হবে বলে রাজ্যপাল জানালেও শিক্ষামন্ত্রী আদালত , আলোচনা সহ সব পথই খোলা রেখে এই সমস্যার সমাধান করতে চাইছেন । তবে বাঙ্গালার উচ্চশিক্ষায় শুধু উপাচার্য জটই শুধু নেই পাঠক্রমের গৈরিকীকরণ সহ একাধিক সমস্যা এদিন আলোচনা করেন প্রতিষ্ঠিত শিক্ষাবিদরা ।এছাড়াও মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য রাজ্যপালের কাছে আটকে রাখা বিল প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে পাঠানোর কথাও এদিন বলেন শিক্ষামন্ত্রী ।
তবে নিজের স্বভাব সুলভ ভঙ্গির বাইরে বেরিয়ে রাজ্যপাল কিভাবে উচ্চশিক্ষাতে নৈরাজ্য সৃষ্টিকরছেন তা নিয়েও এদিন সরব হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।এদিন তিনি অভিযোগ করেন রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে রাজ্যপাল শুধুমাত্র যে ছিনিয়ে নিয়েছেন তা নয় কিভাবে দিনের পর দিন বেআইনি ভাবে উচ্চ শিক্ষাতে হস্তক্ষেপ করছেন তা নিয়েও এই কনভেনশনে সরব হলেন ব্রাত্য সহ প্রাক্তন উপাচার্যরা । ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত এই কনভেনশনে হল ছিল কানায় কানায় পরিপূর্ণ । এদিন শিক্ষামন্ত্রী অভিযোগ তোলেন উপাচার্যদের বেআইনি সার্কুলার সহ দেখভাল উপাচার্য নিয়োগ কোনো কিছু নিয়েই তার অনুরোধ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাখেননি ।
এমনকি তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেন না বলেও এদিন অভিযোগ করেন শিক্ষামন্ত্রী ।এদিন শিক্ষামন্ত্রী রাজ্যপালের নিযুক্ত এক দেখভাল উপাচার্য সৌরিন বন্দোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানান কারণ তিনি একমাত্র রাজ্যপাল নিয়োজিত উপাচার্য যিনি রাজ্যের আইনকে সম্মান জানিয়ে রাজ্যপালের উপাচার্য পদ প্রত্যাখ্যান করেছেন ।এদিন শিক্ষামন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন যে ভাবে রাজ্যপাল চালাচ্ছেন তা অনেক্ষত্রেই বেআইনি ।ফলে আগামী দিনে ঠিক কি হতে চলেছে বা কোন পথে এই সমস্যা কাটতে পারে তা নিয়েও নিজের সংশয় ব্যক্ত করেন ।তবে তিনি আশাবাদী আইনের শাসনই থাকবে ।
ব্রাত্য এদিন নির্বাচিত রাজ্য সরকারকে কিভাবে উপেক্ষা করছেন রাজ্যপাল তা বিরুদ্ধেও তা ক্ষোভ উগরে দিয়েছেন ।এদিন তিনি জানান রাজ্য সরকার চাইলেই এই সব বেআইনি দেখভাল উপাচার্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারতো কিন্তু সরকার তা করেনি।এছাড়াও দেশের অগ্রণী শিক্ষাবিদরা ধারাবাহিক গৈরিকীকরণের প্রতিবাদ করেন । এদিন প্রাক্তন ইউজিসি সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ যোগেন্দ্র যাদব বলেন রাজ্যপালের এই আচরণ মোটেই বিচ্ছিন্ন ঘটনা বলে ধরা যায়না ।আসলে এটি ভাজপার গৈরিকীকরণের একটা ধারাবাহিক চেষ্টার অঙ্গমাত্র ।এর সঙ্গে রাজনীতির গভীর যোগাযোগ আছে । নিজেদের রাজনৈতিক এজেন্ডা পূরণে মেধার নিয়ন্ত্রণ ও গৈরিক শাসনব্যবস্থা ধ্বংসর চেষ্টা চলছে শিক্ষা ক্ষেত্রে ।