কুয়াশার চাদরে ঢাকলো হাওড়া শহর

0

Last Updated on December 8, 2021 11:15 AM by Khabar365Din

৩৬৫ দিন। বেশ কয়েকদিন যাবৎ নিম্নচাপের ফলে মেঘাচ্ছন্ন ছিল আকাশ। এরপর বুধবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকলো হাওড়া শহর। আর এর প্রভাব পড়ে সড়ক ও রেলপথেও।

শীতের প্রথম ঠান্ডা আবহের মধ্যেই এদিন ছিল ঘন কুয়াশাচ্ছন্ন শহর। দৃশ্যমানতার অভাবে ধীরগতিতে চলে যানবাহন। ভোরের দিকে হাইরোডে হেডলাইট জ্বেলেই গাড়ি চলাচল করতে দেখা যায়।

দৃশ্যমানতা কম থাকায় সকালের দিকে ট্রেনও চলেছে ধীরগতিতে। দৃশ্যমানতা কম থাকায় সবকিছুই ঝাপসা দেখা যাচ্ছিল ভোর থেকে। সকাল থেকে রাস্তায় গাড়ি চলছিল হেডলাইট বা ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে। ভোর থেকেই শীতের শিরশিরে ভাব অনুভূত হয় এদিন। বেলা থেকে অবশ্য রোদের দেখা মেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here