Last Updated on June 19, 2022 6:23 PM by Khabar365Din
৩৬৫ দিন। শাওন গগনে ঘোর ঘনঘটা! অবশেষে, সে এল। উত্তর পেরিয়ে দক্ষিণের সীমানায় মৌসুমী বায়ু।
দিনভর মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, ১৮ জুন অর্থাৎ, গতকাল দক্ষিণবঙ্গের কিছু এলাকায় প্রবেশ করেছে বর্ষা। আগামী ২ থেকে ৩ দিনের দক্ষিণবঙ্গের আরও কিছু জায়গায় বর্ষা প্রবেশ করবে।
ফলে, বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ। শুরুতেই অতি ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ১৭ জুন উত্তরবঙ্গে সম্পূর্ণরূপে কাবু করেছে মৌসুমী বায়ু। গত বছর স্বাভাবিক সময়েই বর্ষা প্রবেশ করেছিল দক্ষিণবঙ্গে। এই বছর স্বাভাবিকের থেকে ৬ দিন পিছিয়ে প্রবেশ। চলতি মরশুমে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৩ দিন এগিয়ে প্রবেশ করেছে বর্ষা। কেরলে ২৯ তারিখ, স্বাভাবিকের থেকে ৩ দিন এগিয়ে।
এদিন, কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া জেলাতে বৃষ্টি চলে। বৃষ্টির জন্যে কিছুটা কমে যায় তাপমাত্রা। এদিন, আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬.৮ মিমি। দফতর এক বুলেটিন প্রবেশ করে জানায়, পূর্ব থেকে পশ্চিমে, উত্তর রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত, উত্তর প্রদেশ, বিহার, উত্তরবঙ্গ, অসম, উপর দিয়ে রয়েছে একটি অক্ষরেখা। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যার ফলে, তাই ১৯ তারিখ পর্যন্ত অতি ভারী বর্ষণ হবে উত্তরবঙ্গে।
১৯ তারিখ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কুচবিহার, আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গে বাকি জেলায় ভারী বর্ষণ। জারি লাল সতর্কতা। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে।অতি বৃষ্টির কারণে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে দফতরের তরফে। যেখানে বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে ধস নামতে পারে। তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ অন্যান্য নদীতে জলস্তর বাড়ার সম্ভাবনা। বৃষ্টিতে চাষবাস, সবজির ক্ষতির সম্ভাবনা। অপেক্ষাকৃত নীচু জায়গা জলমগ্ন হওয়ার সম্ভাবনা।