চলতি সপ্তাহে রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বুধবার কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

0

Last Updated on June 27, 2022 4:41 PM by Khabar365Din

৩৬৫ দিন। অস্বস্তির মেঘ কাটিয়ে দফায় দফায় বৃষ্টি। কখনও ঝিরঝিরে আবার কখনও ঝমঝমিয়ে। জলমগ্ন পথঘাট। জুনের শেষে স্বমেজাজে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের খবর, আগামী ৫ দিন রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সর্বত্র। বৃষ্টির কারণে কিছুটা হলেও কম থাকবে তাপমাত্রা। বুধবার নাগাদ দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। কিছু জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস। কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে একইভাবে। ২৮ এবং ২৯ তারিখ ভারী বৃষ্টি চলবে উত্তরে। বৃষ্টির কারণ জানিয়ে এক আবহাওয়াবিদ বলেন, উত্তর ওড়িশা এবং সন্নিহিত এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়া, বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতে দক্ষিণা বাতাসে ঢুকছে। সেকারণেই বৃষ্টি চলবে আগামী কদিন। দফতরের তথ্য অনুযায়ী, গতকাল, আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ১৩.২ মিমি। গত কয়েক দিন ধরে কলকাতা ছাড়াও বিভিন্ন জেলাতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। এবার স্বাভাবিকের থেকে অনেকটাই দেরীতে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু, বর্ষা ঢুকলেও সেভাবে প্রভাব দেখাতে পারেনি মৌসুমী বায়ু। মৌসম ভবনের খবর, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে গুজরাত, রাজস্থান, মধ্য প্রদেশের বাকি অংশ, বিহার, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের কিছু অংশে বর্ষা প্রবেশের আদর্শ সময়। এদিকে, ভারী বৃষ্টি হবে গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল। অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকের উপকূল এলাকায় বৃষ্টি চলবে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে অর্থাৎ, ১৮ জুনের পর থেকে কলকাতাতে বৃষ্টি হয়েছে। তবে, এক দুদিনের ব্যবধানেই বৃষ্টি হয়েছে। কিন্তু, জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে এবার স্বাভাবিকের থেকে ৩ দিন আগে বর্ষা প্রবেশ করে। স্বাভাবিক সময় ৬ জুন। তারপর, থেকেই ক্রমাগত বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here