রাজ্যসভা থেকে
অর্পিতার পদত্যাগ

0

Last Updated on September 16, 2021 12:18 AM by Khabar365Din

৩৬৫ দিন। নয়াদিল্লি। রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন অর্পিতা ঘোষ। আজ সংসদের দৈনন্দিন বুলেটিনে রাজ্যসভার সচিবালয় এর পক্ষ থেকে জানানো হয়েছে বাংলা থেকে তৃণমূলের সমর্থনে নির্বাচিত রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর পাশাপাশি পার্লামেন্টের বুলেটিনে জানানো হয়েছে রাজ্যসভার তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের পদত্যাগপত্র জমা পড়ার পরে তা গৃহীত হয়েছে।

অর্থাৎ বাংলা থেকে রাজ্যসভার আরও একটি আসন খালি হল। এর আগে বাংলা থেকে চলতি বছরে আরো দুটি রাজ্যসভার আসন খালি হওয়ার পরে তৃণমূলের পক্ষ থেকে একটি আসনে নির্বাচিত হয়ে ইতিমধ্যেই সাংসদ হিসেবে শপথ নিয়েছেন জহর সরকার। দ্বিতীয় ফাঁকা আসনে তৃণমূলের মনোনীত প্রার্থী হিসেবে আজ বিধানসভায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছেন সুস্মিতা দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here