Last Updated on July 26, 2021 10:39 PM by Khabar365Din
৩৬৫ দিন। দীর্ঘদিন পরে আবার ১৮১ সাউথ এভিনিউয়ে মুকুল রায়ের বাংলার বাইরে ফিরে এসেছে মমতা ও অভিষেকের ছবি সম্বলিত পোস্টার। তৃণমূলের প্রায় শুরুর দিন থেকে দিল্লিতে মুকুল রায়ের বাংলোতেই ছিল তৃণমূলের দিল্লি অফিস। মাঝখানে বছর কয়েক মুকুল রায় ভাজপা শিবিরে যোগদান করায় সেই বাড়ির সামনে গেরুয়া পোস্টার এবং পতাকা উড়ে ছিল।
তবে ভোটের ফলাফল বেরোনোর পরে মুকুল রায় আবার তৃণমূলে ফিরে আসায় সাউথের সিনেমা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতিবেশী মুকুল রায়ের বাড়ি ফিরে এসেছে পুরনো চেহারায়। দিল্লিতে সংসদের বাদল অধিবেশন চলাকালীন সর্বভারতীয় রাজনীতিতে ভাজপা বিরোধী জোট গড়ার যে ডাক দিয়েছেন সেই পরিকল্পনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যশবন্ত সিনহা এবং তৃণমূল সাংসদের পাশাপাশি বড় ভূমিকা পালন করছেন মুকুল রায়।