Last Updated on May 2, 2022 9:50 PM by Khabar365Din
৩৬৫ দিন। কালবৈশাখীর (Nor’westers) কবলে পড়ল মুম্বাই থেকে অন্ডালগামী স্পাইসজেট (Spice Jet)এর বিমান। অন্ডাল বিমানবন্দরে (Andal Airport) নামার সময় রবিবার সন্ধ্যা ৭.৪০ মিনিটে কালবৈশাখীর কবলে পড়ে বোয়িং বি ৭৩৭ (Boeing 737) বিমান। ঝড়ের দাপটে প্রচন্ড ঝাঁকুনি শুরু হয় বিমানে তড়িঘড়ি যাত্রীদের সিটবেল্ট বাঁধতে বলা হয় কিন্তু তার মধ্যেই অন্তত ১৫ জন যাত্রী অল্পবিস্তর আহত হন একজন যাত্রীর চোট গুরুতর বলে জানা গিয়েছে। তার মাথা ফেটে যায়। তিনজন কেবিন ক্রু জখম হয়েছেন বলে স্পাইসজেট সূত্রে দাবি করা হয়েছে। সবমিলিয়ে আহতের সংখ্যা ১৮। অন্ডাল বিমানবন্দরে অবতরণের পর আহত যাত্রী এবং কেবিন ক্রুদের বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের (Kazi Nazrul Islam Airport) ডাইরেক্টর অপুর্ব শর্মা এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দিতে চাননি অন্যদিকে সোমবার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। স্পাইস জেটের তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়েছে ঝড়ের কারণেই বিপত্তি। যদিও গোটা ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠছে প্রথমত ঝড়ের পূর্বাভাস অনেক আগে থেকেই ছিল তা সত্ত্বেও কেন সতর্ক ছিলেন না কেবিন ক্রু রা কেন যাত্রীদের আগে থেকেই সিটবেল্ট বাঁধতে দিয়ে বলা হয়নি। যাত্রীদের কথামতো অন্ডাল বিমানবন্দরে অবতরণের ঠিক আগে ঝড়ের কবলে পড়ে বিমান সেক্ষেত্রেও প্রশ্ন উঠছে অবতরণের সময় এমনিতেই সমস্ত বিমানযাত্রীর সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক।
তার পরেও কেন একাধিক যাত্রীর সিটবেল্ট বাঁধা ছিল না। ডিজিসিএ-এর এক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন, কিভাবে দুর্ঘটনা ঘটলো তার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা ঘটে পাইলট-কো পাইলট সহ কেবিন ক্রু দের ভূমিকা কি ছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে পাশাপাশি বিমানটির কোন যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচল স্পাইসজেট এর বিমান এসজি-৯৪৫ (SG- 945)। বিমানবন্দর সুত্রে জানা যাচ্ছে যে ঝড়ের প্রকোপের জেরেই এই ঘটনা।আহত ১৫ জন যাত্রীদের মধ্যে ১২ জনকে ছেড়ে দেওয়া হলেও ৩ জন যাত্রী দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।গতকাল রাতেই আহতদের দেখতে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুনপ্রসাদ, ডেপুটি পুলিশ কমিশনার (পুর্ব) অভিষেক গুপ্তা। সোমবার সকালে অন্ডাল বিমানবন্দরে স্বাভাবিক পরিস্থিতি। অন্ডাল থেকে দিল্লীগামী বিমানে যাত্রার জন্য যাত্রীরা অন্ডাল বিমানবন্দরে এসে উপস্থিত। কালকের ঘটনার পরে একেবারেই স্বাভাবিক অন্ডাল বিমানবন্দরের ছবি।কিন্তু পাইলট কি খুব দ্রুত অবতারণ করাতে গিয়ে এই বিভ্রাট ঘটল?এমন একটা প্রশ্ন উঠছে।অন্ডালে বিমানে আহত দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের সোমবার দেখতে যান মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। তবে সোমবার সকালে এই বিমানবন্দরের ছবি একেবারেই স্বাভাবিক।।