KMC: বিপদজনক বাড়ি ঘোষনা পৌরসভার, কথা শোনেননি বাসিন্দারা, শতাব্দি প্রাচীন বাড়ি ভেঙে মৃত ১, আহত ২

0

Last Updated on August 17, 2023 8:56 PM by Khabar365Din

৩৬৫ দিন।কয়েকবছর আগেই কলকাতা পুরসভার তরফে বিপজ্জনক বলে ঘোষণা করা হয় বাড়িটিকে।তাও জোড় করে ৩০-৪০ জন বাসিন্দার বাস।সেই শতাব্দীপ্রাচীন বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।ঘটনাটি ঘটেছে,উত্তর কলকাতার পাথুরিয়াঘাটায়।এই ঘটনায় পুরনো বাড়ি ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।দুর্ঘটনার জেরে আহত হয়েছেন এক নাবালক-সহ আরও দু’জন। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে তাঁদের।পুলিশ সূত্রে জানা গিয়েছে,বুধবার রাতে আচমকা এই ১০০ বছরেরও বেশি সময়ের পুরনো ওই বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।চূড়ান্ত আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তা বেরিয়ে পড়তে দেখা যায় বাসিন্দাদের। তবে এরই মধ্যে ভেঙে পড়া বাড়ির ভিতরে আটকে পড়েন এক দম্পতি ও এক নাবালক। খবর পেয়ে এলাকায় ছুটে আসে পুলিশ ও দমকল।

জানা গিয়েছে,দমকলের কর্মীরাই ভেঙে পড়া বাড়ির ভিতর থেকে উদ্ধার করে আটকে পড়া মানুষজনকে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মহিলার মৃত্যু হয়।তবে আহত বাকি দু’জনের চিকিৎসা চলছে হাসপাতালে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত মহিলার স্বামীর শারীরিক পরিস্থিতিও সংকটজনক।উল্লেখ্য,কলকাতা পুরসভার তরফে আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছেল।শুধু তাই নয়। পুরসভার তরফে ওই বাড়িটিতে সতর্কতামূলক বোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছিল।তা সত্ত্বেও ওই বাড়িতে ৩০-৪০ জন থাকছিলেন বলে জানা গিয়েছে।এই বিষয়ে,পুরসভার বিল্ডিং বিভাগের ডিজি জানিয়েছেন, এইসব বাড়িগুলি বহুকাল আগে তৈরি। তারপর থেকে মেরামত হয়নি। কোথাও বাড়িওয়ালা ভাড়াটের দ্বন্দ্বের জন‌্য থমকে সারাইয়ের কাজ। কিছু বাড়ি রাস্তার উপরে। নীচ দিয়ে রোজ যাতায়াত করেন অগুনতি মানুষ।ফলে পরিস্থিতি যে কতটা বিপজ্জনক তা সহজেই অনুমান করা যায়।এদিকে, আস্ত বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বাড়িমালিক ও পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।