Last Updated on November 13, 2023 10:04 PM by Khabar365Din
৩৬৫ দিন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দীপাবলিতে শব্দবাজি নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়ন্ত্রণ করতে হবে পরিবেশ দূষণের জন্য দায়ী আতশবাজিগুলিকেও। রাজ্য সরকারগুলির পাশাপাশি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককেও কড়া সতর্কবার্তা দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু আশ্চর্যজনক ভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দীপাবলীর রাতে পরিবেশ দূষণের মাত্রাকে সর্বকালীন রেকর্ডের পথে নিয়ে গেল মুম্বাই এবং দিল্লি। একদিকে দেশের বাণিজ্যিক রাজধানী, অন্যদিকে দেশের রাজধানী। তার থেকেও আশ্চর্যজনক হল মুম্বাই এবং দিল্লি ২ জায়গাতেই পুলিশি ব্যবস্থা যেখানে রয়েছে ভাজপা সরকারের হাতে। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা মান্য করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা যে প্রতি পদে অমান্য করা হয়েছে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড।
গত বেশ কয়েক বছর ধরে এই দিল্লিতে পরিবেশ দূষণ নিয়ে সরগরম গোটা দেশ। কিন্তু এবারের দীপাবলি তে অর্থাৎ গতকাল রাত থেকে পরিবেশ দূষণের নিরিখে দেশে শীর্ষস্থানে উঠে এসেছে মুম্বই। মূলত বলিউড তারকারা বা তারকাদের নিয়ে মঙ্গল জুড়ে অসংখ্য দিওয়ালি সেলিব্রেশন পার্টি থেকেই বিপুল সংখ্যক নিষিদ্ধ আতশবাজি এবং শব্দবাজি ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে।
তবে শুধুমাত্র জাতীয় নিয়ন্ত্রণ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নয় সিস্টেম অফ এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফোরকাস্টিং এন্ড রিসার্চ বা সফর ইন্ডিয়া যে রিপোর্ট পেশ করেছে সেখানেও দেখা যাচ্ছে এয়ার কোয়ালিটি ইনডেক্স অতিরিক্ত খারাপ। মূলত এ কিউ আই ২৩৪ এর নিচে নেমে গেলে সেটিকে খারাপ বা বিপদজনক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। মুম্বইতে এই একিউআই গড়ে ৩৯৮ করে রেকর্ড হয়েছে গতকাল রাতে। বরিভেলিতে ৩০৭,
কলানগর এলাকাতে ৩৮২, চেম্বুর এলাকাতে 394, ওরলি এলাকাতে ৩৩৪। এছাড়াও শিবাজী পার্ক এলাকার যেখানে অধিকাংশ প্রথম সারির বলিউড সেলিব্রেটিরা থাকেন সেই এলাকাতেও গতকাল রাত নটার পর থেকে রেকর্ড সংখ্যক নিষিদ্ধ শব্দ বাজির ব্যবহার হয়েছে বলে রিপোর্ট জমা পড়েছে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে।
দূষণের নিরিখে দ্বিতীয় স্থানে রাজধানী দিল্লি
সুপ্রিমকোর্ট দেশের প্রত্যেকটি রাজ্যকে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি বাড়তি সতর্ক করেছিল রাজধানী দিল্লিকে। এমনকি বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও। কারণ রাজধানী দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। কিন্তু সেখানেও চূড়ান্ত ব্যর্থ দিল্লী পুলিশ। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পেশ করার রিপোর্ট অনুযায়ী রাজধানী দিল্লি গতকাল রাত থেকে কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকায় এ কিউ আই ৩৮৭, আর দিল্লির গড় একিউআই রেকর্ড হয়েছে ৩৯০।
তৃতীয় স্থানে রয়েছে বিহারের পাটনা। পাটনাতে দূষণের মাত্রা পৌঁছে গিয়েছে ৩৭৮ এ কিউ আই।
চতুর্থ স্থানে রয়েছে দেশের আরেক শহর চেন্নাই। চেন্নাইতে দূষণের মাত্রা পৌঁছে গিয়েছে ৩২২ এ কিউ আই লেভেলে। চেন্নাই এর পরেই পঞ্চম স্থানে রয়েছে আরেক ভাজপাশাসিত মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। ভোপালে দূষণের মাত্রা রেকর্ড হয়েছে ২৯৯। ষষ্ঠ স্থানে রয়েছে যোগী আদিত্যনাথ এর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। লখনৌয়ের লালবাগে গতকাল রাতে দূষণের মাত্রা রেকর্ড হয়েছে ২৯২। সপ্তম স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় গতকাল রাতে সবচেয়ে বেশি দূষণের মাত্রা রেকর্ড হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় ২৮২ এ কিউ আই। অন্যদিকে ঘন জনবসতিপূর্ণ যাদবপুরে এ কিউ আই মাত্রা রেকর্ড হয়েছে ২১৫। উত্তর কলকাতায় যেমন বরানগরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাশে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রেকর্ড অনুযায়ী দূষণের মাত্রা ছিল ১৭০।