দিল্লিতে তৃণমূলের শহীদ দিবসে সমস্ত ভাজপা বিরোধী দলের শীর্ষ নেতারা

0

Last Updated on July 21, 2021 2:54 PM by Khabar365Din

৩৬৫ দিন। নয়াদিল্লি। বাংলা থেকে ভাজপা বিতাড়ন করে গোটা দেশের সামনে নতুন মডেল তৈরি করেছেন মমতা। আগামী লোকসভা নির্বাচনের আগে সেই মডেল সামনে রেখে সর্ব ভারতীয় স্তরে নতুন ফ্রন্ট তৈরি শুরু করে দিল তৃণমূল।

মমতা বলেন, ২১ জুলাই শহিদ স্মরণে আমাদের অনুষ্ঠান। জাতীয়-রাজ্য স্তরের নেতাদের কৃতজ্ঞতা জানাই। উপস্থিতির জন্য শরদ পাওয়ারকে ধন্যবাদ।
‘চিদম্বরম, দিগ্বিজয় জি, আসার জন্য ধন্যবাদ।আমাদের বন্ধু জয়া বচ্চন আসায় ধন্যবাদ। এসেছেন ডিএমকে, অকালি দলের প্রতিনিধিও, তাঁকেও কৃতজ্ঞতা। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচীতে উপস্থিত বিরোধী দলের নেতৃবৃন্দ। রয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার, কংগ্রেস নেতা পি চিদম্বরম, দিগ্বিজয় সিংহ সহ বিভিন্ন দলের নেতারা। রয়েছেন টিআরএস, অকালি দল, সমাজবাদী পার্টির নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here